• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আর নয় হার্ট-এটাক্…সবাই শুরু করুন……মৃত্যু ঝুকি কমান….

ByLesar

Sep 13, 2012

এনজিওগ্রাম করার পর যদি কারো হার্ট-এ ব্লক ধরা  পরে তা হলে তারা নিচের ভেজষ medicine প্রণালী টা ব্যবহার করতে পারেন এতে আপনার ব্লক এর সমস্যার ৯০%  সমাধান পাবেন।

কি কি লাগবে:

১। আদার রস———১ কাপ
২। লেবুর রস———১ কাপ
৩। রসুনের রস——১ কাপ
৪। Apple Vinegar–১ কাপ
৫। মধু—————–৩ কাপ

প্রস্তুত প্রণালী:

আদার রস, লেবুর রস, রসুনের রস, Apple Vinegar…….মোট চার কাপ রসকে জ্বালিয়ে তিন কাপ বানাতে হবে, তারপর ঠান্ডা করে তিন কাপ রসের সাথে তিন কাপ মধু মিশিয়ে প্রতিদিন সকালে ১ টেবল চামচ করে খাবার আগে খেতে হবে। ৪-৫ মাস খাওয়ার পর উপকার পাবেন। আপনার যদি ব্লক থেকেও থাকে…..বাই-পাস/রিং পরাতে হবে না।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *