ইতালি তাদের নাগরিকদের ভারত ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সতর্ক বার্তা পোস্ট করা হয়েছে।
দিল্লির আদালতে বিচারাধীন ইতালির দুই নৌ-সেনার হত্যা মামলা নিয়ে ভারত ও ইতালির মধ্যে টানপোড়েনের পরিপ্রেক্ষিতে রোম সর্বশেষ এ পদক্ষেপ নিয়েছে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্ক বার্তায় দেশটির নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এ ছাড়া ভারত ভ্রমণের সময় ইতালির পর্যটকদের আচার-আচরণে সতর্ক ও জনসমাবেশ থেকে দূরে থাকতে বলা হয়েছে।
দুই ভারতীয় মৎস্যজীবীকে সমুদ্রে গুলি করে হত্যার অভিযোগে ভারতে ইতালির দুই নৌ-সেনার বিচার চলছিল। ভারতে ফিরে আসার প্রতিশ্রুতি দেওয়ায় সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট দিতে ওই দুই সেনাকে দেশে যাওয়ার অনুমোদন দেয় ভারতের সুপ্রিম কোর্ট। গত ২২ ফেব্রুয়ারি তাঁরা ইতালি যান। ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত দ্যানিয়েল মানচিনি ওই দুই সেনা নির্দিষ্ট সময়ের মধ্যেই ভারতে ফিরে আসবেন বলে হলফনামা দিয়েছিলেন।
গত সোমবার ইতালি জানায়, দুই সেনাসদস্যকে তারা আর ভারতে পাঠাবে না। রোম থেকে এক ঘোষণায় বলা হয়, মাসিমিলিয়ানো লাতোরি ও সালভাতোর গিরোনি নামের ওই দুই নৌ-সেনা ইতালিতে থাকবেন। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলে দুজন ভারতীয় জেলেকে হত্যার দায়ে তাঁরা অভিযুক্ত। তাঁরা অবশ্য দাবি করেন, জলদস্যু ভেবে তাঁরা ওই দুই জেলেকে গুলি করেন।
এর পরিপ্রেক্ষিতে ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মানচিনিকে ভারত না ছাড়ার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দুই নৌ-সেনা দেশে গিয়ে কেন ফিরে আসেননি, রাষ্ট্রদূতের কাছে তাও জানতে চেয়েছেন তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। রাষ্ট্রদূতকে ১৮ মার্চের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন আদালত।
এ ছাড়া ভারতে অবস্থানরত ইতালির রাষ্ট্রদূতের দেশ ছেড়ে যাওয়া প্রতিহত করতে দেশটির বিমানবন্দরে সতর্কতা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ইতালির এ আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভারত জানিয়েছে, ইতালির সঙ্গে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করে দেখছে দিল্লি। রয়টার্স।
ভিডিও সহ আরো বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]