চেক এর মাধ্যমে লেনদেন করার কথা শুনলেই মনে পড়ে যায় বিরক্তিকর ব্যাংকের লাইন ধরে থাকার কথা। আমরা যারা চেক এর মাধ্যমে লেনদেন করি তাদের প্রায় ৯৮% চেক ভাঙ্গাতে ব্যাংকে গিয়ে লাইন ধরে থাকেন!! তার উপর রয়েছে ব্যাংক এর সময় সূচি, সামান্য দেরি হয়ে গেলেই হোল, আবার পরের দিনের জন্য বসে থাকা।কেননা ইটালীতে ব্যাংক গুলো সকাল ০৮:৩০ থেকে দুপর ১:৩০ ও পরের শিফট ২:৩০ থেকে ৫:৪৫ পর্যন্ত খুলা থাকে।তাই আপনি যদি এর মধ্যে ব্যাংকে উপস্থিত হতে না পারেন, তাহলে আপনাকে আবার যেতে হবে পরের দিন। তাই বর্তমানে ইতালীর অনেক গুলো ব্যাংকে খোলা হয়েছে ATM বা BANCOMAT এর মাধ্যমে চেক জমা দেওয়া (মানে টাকা তোলার মেশিনেই জমা দেয়া যাবে চেক) এবং এটি আপনি পাড়বেন যে কোন সময়ে দিনে বা রাতে,যখন খুশি তখন।আপনাকে আর ধরতে হবে না ব্যাংকের বিরক্তিকর লাইন এবং বেঁচে যাবে আপনার অনেক মূল্যবান সময়। কি ভাবে করবেন টা আপনার ব্যাংকে জিজ্ঞেস করলে তারা আপনাকে শিখিয়ে দিবে। এবার জেনে নেই ATM সম্পর্কে কিছু তথ্য।
***এটিএম এর পূর্ণরূপ হল “Automated Teller Machine” , এছাড়া এটি ক্যাশ মেশিন, ক্যাশ পয়েন্ট, অটোমেটিক ব্যাংকিং মেশিন, হোল ইন দ্য ওয়াল(ব্রিটিশ ইংলিশ) ইত্যাদি নামেও পরিচিত। ইটালীতে এটি BANCOMAT নামে পরিচিত।
এটা একটা কম্পিউটারাইজড টেলিযোগাযোগ যন্ত্র যেটা ক্লায়েন্ট এবং অর্থদাতা প্রতিষ্ঠানের মধ্যে কোনো ক্যাশিয়ার ছাড়াই অর্থ বিনিময় করে। বর্তমানে এটিএম-এ, কাষ্টমারকে সনাক্ত করা হয় প্লাষ্টিক মোড়ানো এটিএম কার্ড দিয়ে, যার সাথে থাকে একটা ম্যাগনেটিক স্ট্রাইপ অথবা প্লাষ্টিক স্মার্ট কার্ড এর সাথে একটি চিপ। এই এটিএম কার্ড এর একটি নাম্বার থাকে। এছাড়া এর সিকিউরিটি হিসেবে মেয়াদোত্তীর্ণ তারিখ অথবা সিভিভিসি(cvvc) এবং অথেন্টিকেশন হিসেবে পিন কোড থাকে। এটিএম কার্ড ব্যবহার করে কাষ্টমার তার একাউন্ট থেকে টাকা উঠাতে পারে, নগদ টাকা দিতে পারে এবং তাদের ব্যালেন্স চেক করতে পারে । এটি টাকা লেনদেনের একটি সহজ পদ্ধতি।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]