মিস ইউনিভার্স একটি বছরভিত্তিক সুন্দরী নির্বাচণ প্রতিযোগীতা।১৯৫২ সালে ‘ক্যালিফোনিয়া কথিং কোম্পানী প্যাসিফিক মিলস’ বিজয়ীর জন্য এই উপাধি নির্ধারণ করে।প্রতি বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরুর পূর্বে নির্ধারিত সময়ে অরগানাইজেশন প্রতিযোগিতায় অংশগ্রহণ ইচ্ছুক দেশের জাতীয়ভাবে নির্বাচিত সুন্দরীদের তালিকা আহ্বান করে। ধর্মীয় মনোভাবের কারণে সব দেশে অবশ্য সুন্দরী নির্বাচনের প্রতিযোগিতা অনুষ্ঠান করা সম্ভব হয় না।ফলে নির্ধারিত মডেল এজেন্সির মাধ্যমে প্রার্থী নির্বাচণ করা হয়।
কিন্তু এটি মিস ইউনিভার্স প্রতিযোগীতা নয় এটি নিজের দেশের পরিচিতির প্রতিযোগিতা, যা কিনা ইতালীতে বেড়ে উঠা কিছু ইন্ডিয়ান যুবতী মেয়েরা মিলে উপস্তাপন করে যাচ্ছে নিজের দেশের সংস্কৃতি ও তুলে ধরছে নিজের দেশকে ইতালীয়ানদের মাঝে। মিস ইন্ডিয়া ইন ইতালিয়া ২০১৩ নামে সুন্দরী নির্বাচণ প্রতিযোগীতায় অংশ নিচ্ছে ইতালীর মিলানো, রোম ও জেনসানো সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা ইন্ডিয়ান যুবতীরা । Miss India in Italia 2013 এর মুখ্য উদ্দেশ্য হোল নিজের দেশের পরিচিতি তুলে ধরা ইতালীয়ানদের কাছে। যেখানে নির্বাচিত সুন্দরী পক্ষান্তরে তার দেশকেই উপস্থাপন করবে।বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[youtube GSUYdMtCKuk?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার তথ্য তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজের ভিতর লুকায়িত প্রতিভা, নিজে জানুন এবং অন্যকে জানান ও নিজেকে আবিষ্কার করুণ। ]]