এক কোটি প্রবাসী বাংলাদেশীদের স্বার্থরক্ষায় অ্যাডিলেডে পেশকৃত ৬ দফা দাবী হচ্ছে – (১) সারা বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশীদেরকে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করা, (২) দূতাবাস হাইকমিশন বা কনস্যুলেট অফিস সমূহের মাধ্যমে প্রবাসীদের ন্যাশনাল আইডি কার্ড প্রদান, (৩) মহান জাতীয় সংসদে প্রবাসীদের মধ্য থেকে কোটাভিত্তিক সংসদ সদস্য নির্বাচন করা, (৪) প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, (৫) প্রবাসী কল্যান ব্যাংক প্রবাসীদের দারা সঠিকভাবে পরিচালনা করা এবং (৬) বাংলাদেশের অভ্যন্তরে প্রবাসীদের বিনিয়োগের অনুকূল এবং প্রায়োরিটি পরিবেশ তৈরী করা।
সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন (সাবকা)’র চেয়ারপার্সন ড. নিজামুল ইসলামের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মোস্তফা সায়েম মননের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবকা’র ভাইস চেয়ারপার্সন মাহবুব সিরাজ তুহিন জেপি, আবুল হোসেন, ড. নাকিবুল ইসলাম, আবদুল মান্নান, খন্দকার খাইরুল হক, শাহাদাত হোসেন লিটন, ড. নাসির উদ্দিন, দিদারুল আলম, শাখাওয়াত হোসেন, মেহরিনা জামান সায়েম, ড. বাহিজা খানম, শাহরুখ নাজ অঞ্জনা, ড. শারমিন সিরাজ লায়লা, ড. খাদিজা কুবরা, নওশাবা করিম, শিল্পী রিফাত নাজনীন প্রমূখ। ৬ দফা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন অ্যাডিলেড প্রবাসী বাংলাদেশীরা।