দূতাবাসের ভাইস কনসালের আর এক কর্মকর্তা জানান, ডিজিটাল পাসপোর্টের ক্ষেত্রে ফরম অবশ্যই অনলাইনে পূরণ করতে হবে। এটি সরকারী নিয়ম সুবিধা অসুবিধা নয় সবাইকেই এই পদ্ধতি অনুসরণ করতে হবে।বাংলাদেশ দূতাবাস দুবাই শাখা সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত প্রবাসী বাংলাদেশী নিজ নিজ পাসপোর্ট ডিজিটাল করার জন্য ভিড় করছে দূতাবাস প্রাঙ্গনে। এছাড়াও অনেকে পুরাতন পাসপোর্ট নবায়নে উপস্থিত হয়েছেন এখানে। সব ক’টি অর্ভ্যথনা কক্ষ পূর্ণ হয়ে লোকজনের ভিড় দূতাবাসের বারন্দা ও বাইরে। ৪৫ থেকে ৪৭ ডিগ্রি তাপমাত্রা গরম কে উপেক্ষা করে সবাই ব্যস্ত পাসপোর্ট ডিজিটাল ও নবায়ন সংক্রান্ত কাজে।
ডিজিটাল পাসপোর্টের জন্য অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করায় অনেকেই সন্তোষ প্রকাশ করে বলেন, হাতে লিখে ফরম পূরণ করতে হলে বেশির ভাগ সময় দালালদের খপ্পরে পড়তে হতো। ফরম পূরণ বাবদ দিতে হতো টাকা। অনেক সময় তারা ফরম পূরণে ভুল করলে তা পাসপোর্টে ভুল আসতো। অনলাইন চালু করায় দালালদের হাত থেকে যেমন রক্ষা পাওয়া যাচ্ছে তেমনি টাইপিং সেন্টার গুলো থেকে ফরম পূরণ হচ্ছে নির্ভুলভাবে। টাইপিং সেন্টার থেকে ফরম পূরণের সময় একটা কোড ব্যবহার করা হয় যেন দ্বিতীয় বার ঝামেলায় পড়তে হয় না দূতবাসের কর্মকর্তাদের। এই সংক্রান্ত ডাটা সরাসরি অনলাইনের মাধ্যমে তাদের কাছে চলে আসে বলে নিশ্চিত করেছেন দূতাবাসের একাধিক কর্মকতা।দূতাবাসের নিজস্ব টাইপিং সেন্টারে এই ফরম পূরণ করতে হয় উপস্থিত প্রবাসীরা এমন অভিযোগ আনলেও তথ্যকেন্দ্র থেকে জানায়, ডিজিটাল পাসপোর্টের জন্য যেকোন টাইপিং সেন্টার থেকে ফরম পূরণ করা যাবে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।