• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির রোম এয়ারপোর্ট ফিউমিচিনো তে আগুন লেগে ব্যাপক ক্ষয় ক্ষতি।

ByLesar

May 7, 2015

বৃহস্পতিবার প্রথম প্রহরে সময় ০০:০৭মিনিটের দিকে ইতালির আন্তর্জাতিক বিমানবন্দর ‘Leonardo Da Vinci’ সংক্ষেপে ফিউমিচিনো এয়ারপোর্টে আগুন লেগে ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়। এতে করে প্রায় ২০০ টির মতো বিমানের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। ইতালির বিভিন্ন পত্রিকায় বলা হয় আগুনে এয়ারপোর্টটির প্রধান টার্মিনাল ৩ তথা যে টার্মিনালে ৯০% আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়, সেই টার্মিনাল সম্পূর্ণ ভাবে অচল হয়ে পরে। এতে করে শতশত যাত্রীর এয়ারপোর্টে বাহিরে দুর্যোগ প্রহাতে হয়। আগুনে এয়ারপোর্টের বিভিন্ন পাসপোর্ট নিয়ন্ত্রণ কেবিন এবং প্রধান বাণিজ্যিক এলাকা সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে যায়। একপর্যায়ে দমলকল বাহিনী ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উক্ত ঘটনা এয়ারপোর্ট সনলগ্ল রোমের হাইওয়ে সাধারণ যানবাহনের জন্য চলাচল বন্ধ করে দেওয়া হয়, যেখানে শুধু মাত্র জুরুরী কাজে নিয়োজিত সরকারি জানবহন চলাচল অব্যাহত থাকে। এবং রোম তেরমিনি থেকে এয়ারপোর্ট গামী ট্রেন স্তগিত করে দেওয়া হয়।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *