প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমাদের কাছে অনেকেই ইতালির স্থায়ী রেসিডেন্স বা ওয়ার্ক পারমিট সম্পর্কে জানতে চেয়েছেন। আর তাই আজ আমরা এখানে ইতালির স্থায়ী রেসিডেন্স যেটাকে আমরা ex Carta di soggiorno হিসেবে চিনি। যাকে বর্তমানে Il Permesso di soggiorno UE (Unione Europea) per soggiornanti di lungo periodo নামে নাম করন করা হয়েছে।যেটাকে সহজ বাংলায় বলা হয় ইতালির স্থায়ী ওয়ার্ক পারমিট মানে যার কোন নির্দিষ্ট সময়সীমা নেই মানে অনির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়। আজ আমরা এই Permesso di soggiorno UE বা কার্টা সৌজর্ন্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
কে কে পারবেন এর জন্য অবেদন করতে?
Il Permesso di soggiorno UE per soggiornanti di lungo periodo বা ইতালির স্থায়ী ওয়ার্ক পারমিট যারা যারা আবেদন করতে পারবেনঃ
- যে ইতালিতে ৫ বছর ধরে নরমাল সৌজর্ন্য ধারী মানে আপনার ইতালির জীবনে সর্ব প্রথম যেদিন থেকে সৌজর্ন্য পেয়েছেন সেই দিন থেকে আজ পর্যন্ত ৫ বছর হতে হবে।
- আপনার সৌজর্ন্যের অবশ্যই মেয়াদ বা ভ্যালিড হতে হবে।
- আপনাকে অবশ্যই বাৎসরিক আয় 5.818,93 ইউরো (পাঁচ হাজার আটশত আঠারো ইউরো ও তিরানব্বই সেন্ট) আথবা এর উপড়ে দেখাতে হবে এর নিচে হওয়া যাবে না। এবং আপনি যদি কারো অধীনে কাজ করে থাকেন তাহলে ইতালির যেকোনো একটি কাজের কন্ট্রাক্ট (determinato o indeterminato অথবা apprendistato) দেখাতে হবে, আর নিজেই নিজের ব্যবসা পরিচালনা করলে সেই ক্ষেত্রে ব্যবসার কাগজ পত্র সহ অন্যান্য কাগজ পত্র।
- আপনাকে ইতালিয়ান ভাষার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই সার্টিফিকেট দেখাতে হবে। italian test সম্পর্কে বিস্তারিত রয়েছে এখানে।
কে বা কারা অবেদন করতে পারবেন না?
- যারা ইতালিতে স্টুডেন্ট বা কোন বিশেষ কোন প্রশিক্ষণে এসে সেই সূত্রে ইতালিয়ান সৌজর্ন্য পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না।
- হিউম্যান রাইটস্ মানবিক কারনে বা অস্থায়ী সুরক্ষার ভিত্তিতে যে পারমিট দেওয়া হয় যেমন এসাইলাম প্রার্থী গণ এর জন্য আবেদন করতে পারবেন না। (এসাইলাম বা পলিটিকাল এসাইলাম (রাজনৈতিক আশ্রয় গ্রহণ) করা নিয়ে আমিওপারিতে একটি লেখা রয়েছে চাইলে এখানে ক্লিক করে পরে নিতে পারেন)।
- আপনার নামে কোন কেস বা মামলা যা সাধারণ জনগণের জন্য বিপদজনক বা এমন কোন কিছু থাকলে।
কি কি কারনে এই স্থায়ী পারমিট এর অধিকার থেকে বঞ্চিত হতে পারেন?
- ইতালিতে জালিয়াতি সংক্রান্ত কোন কাজে জরিয়ে পরা।
- যদি আপনি কোন সন্ত্রাস বা অপরাধ মূলক কাজ করেন যেটা ইতালির সাধারণ জনগণের ক্ষতির কারন অথবা রাষ্ট্রের নিরাপত্তা হানী।
- যদি ১২ মাস এর বেশি ইউরোপের বাহিরে থাকেন।
- যদি ইউরোপ ইউনিয়নের অন্যান্য দেশে সেই দেশের কার্ড পান।
- যদি ৬ বছর এর বেশি ইতালির বাহিরে থাকেন ইত্যাদি কারনে আপনার এই কার্ড বা স্থায়ী পারমিট বাতিল হয়ে যেতে পারে।
আবেদন করার খরচ ও প্রক্রিয়া?
- পোস্ট অফিস থেকে কিট নিয়ে পূরণ করতে হবে সাথে
- ২০০ ইউরো এর চার্জ বাবদ
- ১৬ ইউরোর একটি স্ট্যাম্প
- ৩০ ইউরো পোস্ট খরচ
- ২৭,৫০ ইউরো ইলেক্ট্রনিক কার্ড এর জন্য।
কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার সময়?
- পোস্ট অফিস থেকে সংগ্রহকৃত কিটের মধ্যে থাকা ফর্মের ১ ও ২ বা Modulo 1 ও2 ভালো করে পূরণ করা সহ
- পাসপোর্ট এর ফটোকপি
- নরমাল পেরমেসসো দি সৌজর্ন্যের ফটোকপি
- কোর্ট এর সার্টিফিকেট certificato del casellario giudiziale (Tribunale) এবং certificato dei carichi pendenti (Tribunale)
- ইতালিয়ান আইডি কার্ড বা রেসিডেন্স কার্ড এর সার্টিফিকেট certificato di residenza (Stato famiglia o autocertificazione)
- বাৎসরিক আয়ের কাগজ পত্র যেমন নিজের ব্যবসার ক্ষেত্রে (CUD/Unico) বা Mod. F24 ইত্যাদি আর অন্যের অধীনে কাজের ক্ষেত্রে (busta paga, bollettino Inps, contratto di lavoro in essere) ইত্যাদি
- ইতালিয়ান ভাষার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই সার্টিফিকেট
- কদিচে ফিসকালের ফটোকপি সহ (কদিচে ফিসকালে কি? এ নিয়ে আমিওপারিতে একটি লেখা রয়েছে চাইলে এখানে ক্লিক করে পরে নিতে পারেন) এই পাঁচ বছর কোন এড্রেসে ছিলেন সেই ঠিকানার উপর রেসিডেন্স কার্ড করা থাকলে তার ফটোকপি অথবা না থাকলে সেই ক্ষেত্রে ospitalità o cessione fabbricato এর ফটোকপি ( ospitalità o cessione fabbricato কি এটা নিয়ে আমিওপারিতে একটি লেখা রয়েছে চাইলে এখানে ক্লিক করে পরে নিতে পারেন)
- নরমাল বা lavoratori subordinati মালিকের অধীনে কর্মরত হলে শেষের তিনটি বুস্তা পাগা অথবা কন্ত্রাত্ত দি সৌজর্ন্যে এর ফটোকপি সাথে মালিকের কাছ থেকে ডিক্লেয়ার সহ মালিকের একটি ডকুমেন্ট সহ কাজের কন্ট্রাক্ট।
- ডোমেস্টিক বা lavoratori domestici মালিকের অধীনে কর্মরত হলে মালিকের কাছ থেকে ডিক্লেয়ার সহ কাজের সম্পর্ক, কতো সময়ের জন্য এবং মাসিক বেতন কতো ইত্যাদি উল্লেখ থাকতে হবে। এবং গত বছরে মালিক আপনার জন্য যে ট্যাক্স পরিশোধ করেছে তার সামনের ও পিছনের পাতার ফটোকপি।
- নিজের ব্যবসা বা lavoratori autonomi এর ক্ষেত্রে Visura camerale অথবা licenza লাইসেন্স এবং পারতিতা ইভা ইত্যাদি
আসলে এখানে আরও অনেক কিছু জানার রয়েছে কিন্তু আমরা সময় স্বল্পতার কারনে সব কিছু লিখতে পারছিনা। এখানে আমরা শুধু আপনাদের বেসিক কিছু ধারণা দিলাম যাতে করে আপনারা এই বিষয় গুলো সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারেন। তবে এই বিষয়ে আরও বিস্তারিত বা আপনাদের মনে কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য বা আমাদের ঠিকানা জানার জন্য এখানে ক্লিক করুন।
Hello,
Can u provide me ur e-mail?
I will mail u ….
Thanks.
Read this article http://amiopari.com/13879/
Ospitalitar mead kotodin?