• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

প্রতিটি ইতালি প্রবাসীদের জানা প্রয়োজন ospitalità বা Cessione fabbricato কি?

ByLesar

Jul 15, 2013

আমরা যারা ইতালি থাকি তাদের অনেকেই হয়তো জানেন অসপিতি সম্পর্কে, আবার অনেকে যারা নতুন তারা হয়তো এই জিনিসটির নামও শুনেনই এখনো। আবার অনেকে যারা এটির সম্পর্কে শুনেছেন কিন্তু তাদেও মনে অনেক প্রস্ন রয়েছে এই ospitalità বা Cessione fabbricato ব্যাপারটি নিয়ে। তাই আজ আমরা এর সম্পর্কে পুরো পুরি একটি ধারণা নিব।

ospitalità বা Cessione fabbricato আসলে কি?

অসপিতালিতা মানে হচ্ছে যে আপনি আপনার বাসায় কাউকে অতিথি হিসেবে থাকার অনুমতি দিচ্ছেন বা বাইরের কোন শহর থেকে কেউ আপনার বাসায় বেরাতে আসলে আপনি তাকে মেহমান হিসেবে আপনার বাসায় থাকতে দিচ্ছেন। আমাদের বাংলাদেশ হলে এই কাজটি এমনিতেই করা যায় কিন্তু এখানে আপনার বাসায় যদি বাইরের কোন লোক থাকে তাহলে এখানকার নিয়ম অনুযায়ী আপনাকে থানায় জানাতে হবে যে, অমুক দিন থেকে আপনার বাসায় একজন অতিথি রয়েছে।আর এতিই হল ইতালিয়ান ভাষায় অসপিতালিতা।

কেন করতে হয় এই কাজ টি?

ইতালিতে লিগেল প্রতিটি নাগরিকের লিস্ট এদেশের থানায় রেকর্ড করা থাকে। যদি কেউ এক এলাকা থেকে অন্য এলাকায় বেরাতে যায় তাহলে থানায় জানাতে হয়। তবে যদি এটি ২/৫ দিনের জন্য হয় তাহলে করা লাগেনা কিন্তু যদি ৩০ দিনের মতো বা এর অধিক দিন হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার বাসায় মেহমান আসার ৪৮ ঘণ্টার মধ্যে থানায় কমুনিকেট করতে হবে। যদি আপনি ৪৮ ঘণ্টার এক ঘণ্টা পড়ে থানায় জানান তাহলে এখানকার আইন অনুযায়ী ৩০০ ইউরোর উপরে বাড়ির মালিকের নামে ফাইন করা হবে।

কিভাবে করতে হয়?

ইতালিয়ান ভাষায় এটিকে বলা হয় ospitalità বা Cessione fabbricato এটি করা খুবী সহজ একটি ব্যপার। এটি আপনি দুই ভাবে করতে পারেন ১- সরাসরি আপনার এলাকার থানায় গিয়ে জানিয়ে বা ২- কাজের চাপের জন্য যেতে না পারলে পোস্ট এর মাধ্যমে ফর্মটি পূরণ করে থানায় পাঠিয়ে দেওয়া তবে সাথে রিটার্ন রিচেভুতা সহ পাঠাতে হবে। এটি করার জন্য স্পেসিয়াল একটি ফর্ম রয়েছে সেটি পূরণ করতে হয়। এই ফর্মটি আপনার বাসার আসেপাশে যে কোন বুফেত্তি(Bufetti) তে গিয়ে বললেই হবে মি দাই উন মডুলো দি চেসসিওনে ফাব্বরিকাতো ( mi dai un modulo di Cessione fabbricato) আপনাদের সুবিধার জন্য এখানে ইতালিয়ান ভাষায় বলে দেখানো হল, যাতে যারা নতুন তারাও এই ফর্মটি ক্রয় করতে পারেন। এখানে অনেকের মনে প্রস্ন আসতে পারে বুফেত্তি(Bufetti)  কি? বুফেত্তি হল এক ধনের দোকান যেখানে খাতা,কলম,ফাইল পত্র সহ ইত্যাদি দ্রব্য বিক্রি করা হয়। ফর্মটি ক্রয় করে এটি পূরণ করতে হবে।

পূরণ করার নিয়মঃ উপরে বাসার মালিকের বিস্তারিত লিখতে হবে এবং মাঝ খানে আপনার বাসার অতিথির বিস্তারিত লিখতে হবে এবং তার নিচে পুনরায় অতিথির বিস্তারিত লিখে ও বর্তমানে কোন ঠিকানায় থাকবে তা লিখুন,সাথে আপনার ডকুমেন্টস এর ফটোকপি যেমন সোজরনৌ, কার্টা দি ইদেন্তিতা ও পাসপোর্ট এর ফটোকপি এবং অতিথির বেলায় সোজরনৌ বা কার্টা দি ইদেন্তিতা না থাকলে শুধু পাসপোর্ট এর ফটোকপি দিলেই হবে।

আমরা প্রবাসীরা এটি কি কি কাজে ব্যবহার করি?

আজকে আপনি নতুন একটি বাসা ভাড়া নিলেন বা ক্রয় করলেন তো এই জন্য এখন আপনার বাসার ঠিকানা পরিবর্তন করতে হবে নতুন ঠিকানায় যেমন আপনার রেসিডেন্ত কার্ড এর ঠিকানা, তো নিয়ম অনুযায়ী আমরা জানি যে রেসিডেন্ত কার্ড এর ঠিকানা পরিবর্তন করার জন্য যেতে হয় কমুনিতে।কমুনিতে গিয়ে অ্যাপ্লাই করলে ওরা কিছুদিনের মধ্যে আপনার বাসায় এসে ভেরিফাই করার পরে আপনাকে নতুন রেসিডেন্ত কার্ড দিবে বা পুরান কার্ডে নতুন এড্রেস এড করে দিবে। কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে যখনি ইতালিতে আপনি নতুন কোন বাসা পরিবর্তন করবেন সেখানে আপনাকে প্রথমে করতে হবে ospitalità বা Cessione fabbricato মানে থানায় জানাতে হবে তাও আবার ৪৮ ঘণ্টার মধ্যে তারপর আপনি সময় মতো যাবেন কমুনিতে রেসিডেন্ত কার্ড করাতে। যারা ইতালিতে ইল্লেগাল ব্যাচেলার রয়েছেন তাদের প্রত্যেকের এই ospitalità বা Cessione fabbricato টি থাকা আবশ্যক। এবং এটির একটি ফটোকপি সব সময় আপনার সাথে রাখবেন কেননা আপনার যদি ইতালিতে চলতে ফিরতে কখনো কোথাও কোন এক্সিডেন্ট ঘটে তাহলে পুলিশ আপনার এই কাগজ দেখে ঐ ঠিকানায় ইনফর্ম করবে। আর যারা লিগেল ব্যাচেলার রয়েছেন তাদের এটি সোজরনৌ নবায়ন করার জন্য কাজে দিবে কেননা এটি ছাড়া আপনি সোজরনৌ নবায়ন করাতে পাড়বেন না। তবে বাসার মালিকদের মনে রাখতে হবে এটি কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে আপনাকে করাতে হবে অন্যথায় যদি থানা পক্ষ জানতে পারে তাহলে আপনার নামে ফাইন করে দিবে। আর ইতালির সকল ব্যাচেলার ভাইরা এটি অবশ্যয় করিয়ে নিবেন আপনার বাসার মালিককে দিয়ে। অনেকে হয়তো ভেবে থাকেন আমি এখানে ব্যাচেলার থাকি এবং আমার থাকার কোন ঠিক নেই আজকে এখানে তো কালকে ওখানে তারপরেও আমি আপনাদের বলবো এই অসপিতালিতা করিয়ে এই কাগজটির একটি কপি সব সময় আপনার সাথে রাখবেন, কেননা এই প্রবাসে আপনাকে কেউ চিনে না ,তাই যদি রাস্তায় আপনার সাথে কোন দুর্ঘটনা ঘটে তাহলে আপনাকে লাওয়ারিশ হিসেবে ইতালিয়ান নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আর একজন মুসলমান হিসেবে আপনি হয়তো এই জিনিসটি কখনোই মেনে নিতে পাড়বেন না। আর আপনার সাথে যদি এই কাগজটি থাকে তাহলে হয়তো তারা ঐ ঠিকানায় অন্তত জানাতে পাড়বে যে আপনার এই অবস্থা। আশা করি এই তথ্যটি আপনাদের অনেক কাজে দিবে। সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন।

আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

One thought on “প্রতিটি ইতালি প্রবাসীদের জানা প্রয়োজন ospitalità বা Cessione fabbricato কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *