• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির পালেরমোতে ইউরোপের সবচাইতে সুন্দর ট্রাম উদ্ভদনে উপচে পরা ভীর।

ByLesar

Jul 22, 2014

গত সপ্তাহে ইতালির নগরী পালেরমোতে অসাধারন সুন্দর এবং সম্পূর্ণ নতুন জেনারেশন এর ছোঁয়ায় পরিপূর্ণ নতুন কিছু ট্রাম নামানো হয়। উল্লেখ্য এরকম এতো সুন্দর একটি ট্রাম ইউরোপের মধ্যে এই প্রথম ইটালিতেই নামানো হয়। আর তাই ইতালির পালেরমোতে নতুন এই ট্রাম ভিজিট করর জন্য এর উদ্ভধনি দিনে উপচে পড়া ভীর লক্ষ্য করা যায়।

এই ট্রামটি প্রতিদিন ২৯ হাজার এবং বছরে ১০ মিলিয়ন এর মতো যাত্রী বহন করবে। এটি আপাদত পালেরমো শহরের ভিতরে ৪ থেকে ৫ কিলিমিটার পর্যন্ত চলাচল করবে এবং সেখানে ট্রাম লাইনের কাজ হওয়ার সাথে সাথে ১৫ ও সর্বশেষ ৩০ কিলোমিটার যায়গা জুড়ে এর বিস্তার করা হবে। উদ্ভদনি দিন পালেরমো শহরের মেয়ের ‘’Leoluca Orlando’’ বলেন এই ট্রাম এর মাধ্যমে এখন সবাই খুব দ্রুত কাজে যেতে পারবে, এলাকার ট্রাফিক জ্যামের হাত থেকে এলাকা বাসীদের রক্ষা মিলবে,

এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে, এটি সম্পূর্ণ নতুন জেনারেশন এর একটি ট্রাম হওয়ায় এতে কোন শব্দ নেই, যাত্রীরা ভ্রমণ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে, হাণ্ডিক্যাপ দের জন্য পরিপূর্ণ সকল ব্যবস্থা রয়েছে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়া যাবে, ইত্যাদি আরও অনেক সুবিধা রয়েছে।

[youtube esEeZs9tTe8?modestbranding=1&rel=0 nolink]

 

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version