বোলজানো থেকে জাহাঙ্গীর আলম সিকদারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসে ইতালির বোলজানো শহরে ধর্মীয় মুসলমানগণ এক মাস রোজা রাখার পর প্রতি বছরের ন্যায় এবারও ফারহাইম ২৪ মিলনায়তনে মিলিত হন । খুশির এই ঈদের আনন্দ বার্তা চাঁদ দেখার উপর নির্ভর করে মধ্য প্রাচ্য বিশেষ করে সৌদি আরবের সাথে মিল রেখে ইউরুপের মধ্যে ইতালির অন্যান্য প্রভিন্সের মত বাংলাদেশীরা বোলজানোতে ২৮ / ০৭ / ২০১৪ সকাল ৯ টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন । সকাল থেকে বাংলাদেশের মুসল্লিগনের মত বিভিন্ন দেশের ধর্মীয় প্রান মোসলমানদের আগমনে যেন ইসলামের জয়ের এবং খুশির বার্তা আরও বেশি আনন্দ ও আবেগ আপ্লুতে ভরে গেল । মাওলানা এরফানুদ্দিন ও মৌলভি সামসুল আলম ছাড়াও ধর্মীও মোসলমানগণ সবাই ফিলিস্তিন সহ মুসলিম উম্মার জন্য শান্তি ও দোয়া কামনা করেন । তা ছাড়া বাংলাদেশী কমিউনিটিতে ঈদের নামাজ আদায়ে এত বেশি লোকের আগমন বোধ করি এই প্রথম । সাধারন থেকে নেতৃ স্থানীয় প্রায় সবাই ছিল অনেক আন্তরিক ও বিবেকবান । শুধু ধর্মীয় কাতারেই নয় জাতীয় স্বার্থের কাতারে এসে কমিউনিটিকে একত্রিত করতে পারলে মরেও শান্তি পাব এ আশা প্রকাশ করেন জাহাঙ্গীর আলম সিকদার একজন সাধারন নাগরিক অধিকারের বাংলাদেশী হয়েও ।
আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই। আমি একজন অতি সাধারণ মানুষ। প্রায় ১ যুগ ধরে ইতালির বোলজানো শহরে বসবাস করছি। আর বোলজানোর প্রবাসী বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন কাজকর্ম গুলো লেখা লেখির মাধ্যমে সবার কাছে তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য। আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারে। My Website: www.jahangirsikder.com