• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে গত কয়েকদিনের দমকা ঝড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে

ByLesar

Nov 23, 2013

ইতালিতে গত কয়েকদিন আগে থেকেই আবহাওয়া দপ্তর থেকে সতর্ক বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। ইতালির আবহাওয়া পরিবর্তনের কারনে গত কয়েকদিন ধরে ইতালির প্রায় প্রতিটি নগরীর মানুষ কেই প্রাকৃতিক নানা দুর্যোগের মোকাবেলা করতে হচ্ছে। তাদের মধ্যে সবাই অনেক আতঙ্কের মধ্যে ও জীবনের রিক্স নিয়ে পথে ছলা ফেরা করছে, এরি মধ্যে বিভিন্ন এলাকায় অনেকে মারাও গিয়েছে। নিচে ইতালির বেশ কিছু নগরীর বর্তমান অবস্থার চিত্র সহ কিছু তথ্য তুলে ধরা হোল।

নিচের ছবিটি নেওয়া হয়েছে ইতালির নগরী রোমের ভিয়া সালারিয়া থেকে। বৃষ্টির কারনে রাস্তায় পানি জমে আছে।

নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি নেওয়া হয়েছে ইতালির নগরী সারদেনিয়া থেকে এখানে ১৬ জন এই দুর্যোগে পরে মারা গিয়েছে।

এবারের নিচের ছবিটি একটু ভিন্ন রকমের । মানুষ বৃষ্টির দিন ঘরের বাহিরে গেলে ছাতা নিয়ে বেড় হয় এবং বৃষ্টি হলে ছাতা খুলে বৃষ্টির হাত থেকে রক্ষা পায়। কিন্তু এখানে ইতালির পিসা আউলা রুটের একটি ইতালিয়ান ট্রেনের ভিটর মানুষ বৃষ্টির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ছাতা খুলে রেখেছে। মানে অভাগা মানুষ ট্রেনের ভিতরেও বৃষ্টির হাত থেকে রক্ষা পেলো না। মানে আমাদের দেশের লোকাল ট্রেনের চাইতেও খারাপ এই ইতালিয়ান ট্রেন যার ছাদের ত্রুতির কারনে ট্রেনের ভিটর পানি প্রবেশ করছে।প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আসলে এরকম আরো অনেক মর্মান্তিক ফুটেজ আমাদের কাছে রয়েছে যা দিয়ে বা লিখে শেষ করা যাবে না। কাজেই আমরা সবাইকে একটি কথা বলে শেষ করতে চাই. যে, যারা ইতালি প্রবাসী তারা বর্তমানে ইতালির যে যেখানেই থাকেন না কেন। ঘরের বাইরে বেড় হলে বা কাজে যাওয়ার সময় একটু সতর্ক ভাবে যাবেন। কেমনা বিপদের কোন হাত পা নেই। আর আমরা যারা প্রবাসে থাকি তাদের কোন সমস্যা হলে কেউ দেখারও নেই। কাজেই সাবধান হয়ে চলাফেরা করার চেষ্টা করবেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version