ইতালিতে গত কয়েকদিন আগে থেকেই আবহাওয়া দপ্তর থেকে সতর্ক বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। ইতালির আবহাওয়া পরিবর্তনের কারনে গত কয়েকদিন ধরে ইতালির প্রায় প্রতিটি নগরীর মানুষ কেই প্রাকৃতিক নানা দুর্যোগের মোকাবেলা করতে হচ্ছে। তাদের মধ্যে সবাই অনেক আতঙ্কের মধ্যে ও জীবনের রিক্স নিয়ে পথে ছলা ফেরা করছে, এরি মধ্যে বিভিন্ন এলাকায় অনেকে মারাও গিয়েছে। নিচে ইতালির বেশ কিছু নগরীর বর্তমান অবস্থার চিত্র সহ কিছু তথ্য তুলে ধরা হোল।
নিচের ছবিটি নেওয়া হয়েছে ইতালির নগরী রোমের ভিয়া সালারিয়া থেকে। বৃষ্টির কারনে রাস্তায় পানি জমে আছে।
নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি নেওয়া হয়েছে ইতালির নগরী সারদেনিয়া থেকে এখানে ১৬ জন এই দুর্যোগে পরে মারা গিয়েছে।
এবারের নিচের ছবিটি একটু ভিন্ন রকমের । মানুষ বৃষ্টির দিন ঘরের বাহিরে গেলে ছাতা নিয়ে বেড় হয় এবং বৃষ্টি হলে ছাতা খুলে বৃষ্টির হাত থেকে রক্ষা পায়। কিন্তু এখানে ইতালির পিসা আউলা রুটের একটি ইতালিয়ান ট্রেনের ভিটর মানুষ বৃষ্টির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ছাতা খুলে রেখেছে। মানে অভাগা মানুষ ট্রেনের ভিতরেও বৃষ্টির হাত থেকে রক্ষা পেলো না। মানে আমাদের দেশের লোকাল ট্রেনের চাইতেও খারাপ এই ইতালিয়ান ট্রেন যার ছাদের ত্রুতির কারনে ট্রেনের ভিটর পানি প্রবেশ করছে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]