• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে একটা ঘটনা খুব আলোড়িত করেছে এবং সবার আলোচনার বিষয় হয়ে দারিয়েছে

Byadilzaman

Jun 8, 2013

গত পরশু সমস্ত ইতালিতে একটা ঘটনা খুব আলোড়িত করেছে এবং সবার আলোচনার বিষয় ছিল এটি আর তা হলো একটা দুই বছরের শিশুর মৃত্যু ! যা সবার মনে দাগ কেটে গেছে……………।

শিশুটির নাম লুসা আলবানিসা ! বাবার নাম আন্দ্রে !! বয়স ৩৯ বছর ! পিয়াসেঞ্জা শহরে থাকেন ! বাবা মা দুজনেই চাকুরী করেন !

শিশুটির বাবাই প্রতিদিন অফিসে যাবার সময় অ্যাসিলোতে (ফ্রি বাচ্চা রাখার স্থান) শিশুটিকে রেখে আসতেন ! আর বিকেলে তার নানী গিয়ে তাকে নিয়ে আসতো ! কিন্তু গত পরশু বাবা শিশুটিকে সঙ্গে নিয়ে এলে ও অ্যাসিলোতে রাখবার কথা ভুলে যান ! (আসলে ঐ সময় বাচ্চাটি ঘুমিয়ে ছিল এই জন্য তার কথা আর মনে ও ছিলনা ) ! উনি সরাসরি অফিস চলে যান এবং গাড়িটি পারকিং করে রাখেন !

শিশুটির নানী যখন অ্যাসিলো থেকে শিশুটিকে আনতে যাবেন তখন তার আগে শিশুটির বাবার কাছে কল করেছিলেন ! তখনই বাবার মনে পড়ে যায় যে , তার বাচ্চাটাকে সে পারকিংএ গাড়ীর মধ্যে ফেলে এসেছে ! তখন ৮ ঘন্টা পার হয়ে গেছে ! গাড়ীটা রোদ্রের মধ্যে পারকিং করা ছিল ! টেম্পারেচার ছিল ৫০ ডিগ্রী ! বাবা এসে দেখেন বাচ্চাটা নিথর নিস্তব্ধ হয়ে গেছে ! তখন ইতালিয়ান সময় বিকেল ! সব কিছু শান্ত হয়ে গেছে !

দুই বছর আগে এরকম ২২ মাসের আরেকটি শিশু ‘ইলিনার’ জীবনে একই ধরনের ঘটনা ঘটেছিল ইতালির টেরামো শহরে ! সমস্ত ইতালি এখন শোকে নিশ্চুপ হয়ে গেছে…………।!

কেমন সব পিতা-মাতা ! তারা নিজের সন্তানের কথা ভুলে যান ! আসলে এই আধুনিক যুগে আমরা সব যন্ত্র হয়ে গেছি ………………………………।!

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version