• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আমিরাতে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ,২ বাংলাদেশি নিহত, আহত ৫ জন

ByFazle Rabbi

Feb 3, 2014
সংযুক্ত আরব আমিরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে সংর্ঘষে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।জানা গেছে, শুক্রবার রাত ১১টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিভাগের বিএমডব্লিউ (BMW) একটি কোম্পানির কম্পাউন্ডে একজনের জুতা অন্যজন ব্যবহার করার জের ধরে সাত বাংলাদেশির মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। ঝগড়ার এক পর্যায়ে তারা ধারালো চুরি দিয়ে একে অন্যকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থালেই দুই জন নিহত হয়। এসময় আহত হয় আরো পাঁচ জন।নিহতদের দুজনের বাড়ি কুমিল্লা জেলা। আহতদের ৫ জনের বাড়ি সিলেট ও কুমিল্লায়। আহত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের কারও নাম জানা যায়নি।এই ব্যাপারে দুবাই দূতাবাসের শ্রম সচিব মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করনে। তবে তদন্ত স্বার্থে তিনি বেশি কিছু জানাতে রাজি হননি।ঘটনাস্থলে আমিরাত পুলিশ দফায় দফায় তল্লাশি চালাচ্ছে। এই ঘটনার কারণে সাধারণ প্রবাসীদের মনে শঙ্কা বিরাজ  করছে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *