• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

মুরগীতেও মরণঘাতী বিষ !! তাইলে খাব কি ??

Byমো: রাসেল

Apr 11, 2014

দিন দিন দেশের অবস্থা আরও করুণ হবে। এর মূল কারণ ভেজাল পণ্য কিংবা অন্য যে কোন সামগ্রী! কোথায় নেই এই ভেজাল ??!! সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবেন? টুথপেস্টে ভেজাল। নাস্তা খাবেন? ভেজাল দিয়ে বানানো!! দুপুরের খাবার, রাতের খাবার; প্রত্যেকটা উপাদানেই ভেজাল। অল্প সময়ে অধিক টাকা কামানোর লোভে মানুষ কত কিছুই না করছে। ফেসবুকে কয়েকশো ফ্রেন্ড আছে; সেখানেও ভেজাল। একবার মরে গিয়ে পরপারে গিয়ে দেখেন, গোটা জন পাঁচেক এর বেশি আপনাকে মনে রাখার প্রয়োজনও মনে করবেনা। প্রেম করবেন? হে। হে। হে। পুরাই “খাই খাই” মার্কা ভেজাল। কোন বস্তুর নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনা আপনি ভেজাল হয়ে যাওয়ার !! অপ্রিয় সত্যি হলেও বলতে হচ্ছে যে, আমাদের সবার মাঝেই কম বেশি ভেজাল বিরাজমান এবং এই সমষ্টিগত ভেজালের কারনেই আমাদের পরিবেশ ভেজালময়।এ নিয়ে বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিঃ

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *