• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সমগ্র ইতালি জুড়ে চলছে পজেতিভ জীবন যাপনের শ্লোগান নিয়ে রঙ্গিন চশমার এক ভিন্ন রকম উদ্যোগ।

ByLesar

Mar 21, 2014

জীবনের নেতিবাচক দিন গুলো ভুলে পজিটিভ ভাবে জীবন কে উপলব্ধি করা এবং জীবনকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়া!! এই শ্লোগান নিয়েই ইতালির নামকরা কোম্পানি Generali ইতালির প্রধান প্রধান নগরী গুলতে বিশাল বড় আকারের রঙ্গিন সানগ্লাস দিয়ে নতুন একটি ভিন্ন ধরণের পদক্ষেপ নিয়েছে। তারা মানুষের চাইতে বেশ বড় আকারের কিছু রঙ্গিন চশমা নিয়ে বিভিন্ন নামকরা পিয়াচ্ছাতে কয়েক দিন ধরে অবস্থান করছে। এবং সেখানে ইতালিতে ঘুরতে আসা পর্যটন সহ স্থানিও ইতালিয়ানরা সেই চশমার রঙ্গিন লেন্সে নতুন ভাবে নতুন এক ইতালিকে দেখতে পাচ্ছে। তাদের মতে রঙ্গিন লেন্সে প্রতিক হচ্ছে খুশি। এবং এর মাধ্যমে তারা তাদের ভবিষ্যতকেও আরো রঙ্গিন ও আনন্দময় হিসেবে দেখতে পারবে। এটিই হবে জীবনের ঘটে যাওয়া দুঃখ কষ্ট ভুলে নতুন ইতিবাচক মনোভাব নিয়ে নতুন জীবনের আশায় প্রথম পদক্ষেপ।

আজকে পর্যন্ত এটি রোমের Piazza Farnese তে অবস্থান করেছে, তবে আগামীকাল এটি এখান থেকে সরিয়ে নেয়া হবে এবং ২৪ মার্চ পর্যন্ত তেরমিনি স্টেশনের কাছে Piazza della Repubblica নিয়ে রাখা হবে। সবার প্রথম এটি ইতালির নগরী ভেনিসের Piazza San Marco এবং ইতালির নগরী তরিনোর Piazza Vittorio Veneto তে অবস্থান করেছে। এবং কম্পানির পক্ষ থেকে পথচারীরা চাইলে তাদের ছবি ও ভিডিও তুলাতে পারবে এবং চাইলে তাদের এই সৃতি ওদের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। যা দেখতে পাওয়া যাবে এই লিঙ্ক থেকে

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *