কাঠের বক্সে করে মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়া দাঙ্কি মারার পথে ওদের গ্রেফতার করে পুলিশ। মেক্সিকো দেশের তিন যুবক ১৭,১৯ এবং ২১ বছরের এভাবেই তারা তাদের দেশ থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার উদ্দেশ্যে জীবন বাজী রেখে একটি ট্রান্সপোর্ট এর বড় গাড়ি দিয়ে রউনা করে কিন্তু দুর্ভাগ্য ক্রমে U.S. Department of Defense এর পুলিশ তাদের মাজপথে ধরে ফেলে। এবং তাদের সেই বাক্সের ভিতর থাকা অবস্থায় ছবিটি তুলা হয়। যে গাড়ি ড্রাইভ করছিলো সে একজন ১৮ বছরের যুবতী এবং তাকেও এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়।
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
মেক্সিকোতে পরিচিতি পাচ্ছে বাংলাদেশ, আছে সহনীয় ইমিগ্রেশন আইন!
ওয়াশিংটন ডিসিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠামেলা
নিউ জার্সির পেটারসন এ নুতন মেয়র এর শপথ গ্রহণ।
গ্রীসের রাজধানী এথেন্সে ‘আয়েবা’ এর আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সফর করবেন চিলির প্রেসিডেন্ট মিশেল বাশেলেট
ফজলুর রহমান-মেহেরুন্নেসার যোগ্য উত্তরসুরি রাষ্ট্রদূত ইসমাত জাহান