• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

এভাবেই ধুলোয় মিশেগেলো তাদের মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়া আসার স্বপ্ন

ByLesar

Mar 21, 2014

কাঠের বক্সে করে মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়া দাঙ্কি মারার পথে ওদের গ্রেফতার করে পুলিশ। মেক্সিকো দেশের তিন যুবক ১৭,১৯ এবং ২১ বছরের এভাবেই তারা তাদের দেশ থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার উদ্দেশ্যে জীবন বাজী রেখে একটি ট্রান্সপোর্ট এর বড় গাড়ি দিয়ে রউনা করে কিন্তু দুর্ভাগ্য ক্রমে U.S. Department of Defense এর পুলিশ তাদের মাজপথে ধরে ফেলে। এবং তাদের সেই বাক্সের ভিতর থাকা অবস্থায় ছবিটি তুলা হয়। যে গাড়ি ড্রাইভ করছিলো সে একজন ১৮ বছরের যুবতী এবং তাকেও এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *