• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সুইজারল্যান্ডে বাংলাদেশের প্রথম নারী স্পীকার মাননীয়া ডঃ শিরিন শারমীন চৌধুরী কে গণ সংবর্ধনা

ByLesar

Mar 17, 2014

সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ সুইজারল্যান্ডের জেনেভাতে বাংলাদেশ কমিউনিটি সুইজারল্যান্ড এর উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নারী স্পীকার মাননীয়া ডঃ শিরিন শারমীন চৌধুরী কে গণ সংবর্ধনা দেয়া হয় । স্থানীয় হোটেল ক্রাউন প্লাজায় বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত দশজন সংসদ সদস্য, সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের মাননীয় রাষ্ট্রদুত জনাব মোঃ আব্দুল হান্নান , সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতা-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রহমান খলিলুরের সন্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমজাদ চৌধুরী ।প্রধান অতিথীর বক্তবে্য ডঃ শিরিন শারমীন চৌধুরী আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নেয়া কার্যক্রমের বিভিন্ন দিক তুলে করেন । সুইজারল্যান্ডের প্রবাসী বাংগালীদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাননীয় স্পীকার প্রবাসীদের ভোটার আই ডি কার্ড ,ভোটাধিকার , সংসদে প্রবাসী সংসদ সদস্য, সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কার্যকর সংসদ পরিচালনার ব্যাপারে আশ্বস্থ করেন । আরও বক্তব্য রাখেন মোঃ সাহাবুদ্দীন -মাননীয় হুইপ , বাংলাদেশ জাতীয় সংসদ, মোঃ তাজুল ইসলাম চৌধুরী এম পি, এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি, মোঃ রুস্তম আলী ফরাজী এম পি, নাজমুল হক প্রধান এম পি প্রমুখ । প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন অরুন বরুয়া, নজরুল জমাদ্দার, মোজাম্মেল হক জুয়েল,দিবাকর পাল কল্যান , আশরাফ উদ্দীন লিটন সহ আরও অনেকে।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *