আসলে এই এ্যাপস বা প্রোগ্রামটা কি? বা কিভাবে এটি কাজ করে তা নিয়ে হয়তো এর মধ্যে অনেকের মনে নানা প্রশ্ন চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা আমিপারি আপনাদের জন্য এখন এর সম্পর্কে বিস্তারিত নিয়ে আলোচনা করবে এবং আপনাদের জন্য একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে হাতে ধরে দেখিয়ে দেওয়া হয়েছে, কিভাবে কি করবেন? যাতে করে আপনারা আমাদের সাহায্য নিয়ে নিজে নিজে সরকারি নতুন এই সুযোগটির সদব্যবহার করতে পারেন এবং সবাইকে একসময় বলতে পারেন ওরে কুদ্দুইচ্চা অন আই ও হারী (আমিওপারি)।
আমরা যেমন এতদিন অবৈধদের বৈধ করা, স্পন্সর,sanatoria 2012-2013, ricongiungimenti familiari ইত্যাদি বিষয়ে আবেদন কারীরা তাদের অবস্থান সম্পর্কে দ্রুত জানার জন্য অনলাইনে কম্পিউটার দিয়ে একটি এপয়েন্টমেন্ট বা পুন্তামেন্ট নিতে পারতেন। জার ফলে আপনি খুব দ্রুত আপনার কাজটি কয়িয়ে নিতে পারতেন বা এর দেরি হওয়ার যথাযথ কারন জেনে নিতে পারতেন। তো এত দিন এই এপয়েন্টমেন্ট বা পুন্তামেন্ট নেওয়ার কাজটি শুধুমাত্র কম্পিউটার দিয়ে করা যেতো। কিন্তু এখন সবার হাতে হাতে স্মার্টফোন থাকায় এই কাজটি যাতে মানুষ তাদের ফোন দিয়েই করতে পারে, তার জন্য এই এপস বা প্রোগ্রামটি বানানো হয়েছে। এটি আপনার স্মার্ট ফোনে অন্যান্য সব গেমস বা প্রোগ্রাম এর মতোই কাজ করবে।এবং যার ফলে আপনি আপনার স্মার্ট ফোন দিয়েই এই এপয়েন্টমেন্ট বা পুন্তামেন্ট নিয়ে নিতে পারবেন। এমনকি আপনি চাইলে ওদের কাছে আপনার কোনো ডকুমেন্ট বাকি থাকলে সেটাও পাঠিয়ে দিতে পারবেন, এবং আপনার যদি আগে কোন এপয়েন্টমেন্ট বা পুন্তামেন্ট নেওয়া থাকে তাহলে তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ও এগুলো ছারাও যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে এই এপস বা প্রোগ্রাম এর মাদ্ধমে আপনি সরাসরি ইতালির রোম প্রেফেত্তুরাতে প্রশ্ন লিখে পাঠাতে পারবেন। এসব সুবিধা সহ এতে রয়েছে আরো অনেক ফিচার। আর এই এপস বা প্রোগ্রামটির সবচাইতে মজার বিষয়টি হোল এটি সবদেশের ভাষা সাপোর্ট করে মানে আপনি এখানে বাংলায় বা চাইনিজ বা যে দেশের ভাষায় দেখতে চান সে ভাষায় এটি ব্যবহার করতে পারবেন।
[youtube Q7A8018pOgs?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]