এবারের Decreto Flussi 2013 তে নিচে দেওয়া ফর্ম গুলো পূরণের মাধ্যমে আপনাকে আপনার আবেদন প্রেরণ করতে হবে।
Modelli A e B per i lavoratori di origine Italiana residenti in Argentina, Uruguay, Venezuela e Brasile,
Modello A e B- তে বলা হয়েছে ইতালিয়ান বংশভূত যারা বর্তমানে Argentina, Uruguay, Venezuela e Brasile এ যে কোন কারনে রেসিডেন্স হয়ে আছেন, তাদের জন্য এই Modello বা ফর্ম।
Modello VA conversioni dei permessi di soggiorno per studio, tirocinio e/o formazione professionale in permesso di lavoro subordinato,
Modello VA- তে যারা বর্তমানে permessi di soggiorno per studio কিংবা বিভিন্ন দেশ থেকে লেখাপড়া করতে, ট্রেনিং নিতে কিংবা প্রফেশনাল কোন কাজে প্রশিক্ষন নিতে আসা এ Modello মাধ্যমে permesso di lavoro subordinato অথবা নরমাল কাজের সৌজন্যে রূপান্তর করার জন্য আবেদন করতে পারবেন।
Modello VB conversioni dei permessi di soggiorno per lavoro stagionale in lavoro subordinato,
Modello VB- তে যারা বর্তমানে কৃষি কিংবা permessi di soggiorno per lavoro stagionale সৌজন্য নিয়ে ইতালিতে অবস্থান করছেন তারা চাইলে এ Modello ফর্মের মাধ্যমে permesso di lavoro subordinato অথবা নরমাল কাজের সৌজন্যে রূপান্তর করার জন্য আবেদন করতে পারবেন।
Modello Z conversione dei permessi di soggiorno per studio, tirocinio e/o formazione professionale in lavoro autonomo,
Modello Z- তে যারা বর্তমানে permessi di soggiorno per studio কিংবা বিভিন্ন দেশ থেকে লেখাপড়া করতে, ট্রেনিং নিতে কিংবা প্রফেশনাল কোন কাজে প্রশিক্ষন নিতে আসা তারা এ Modello বা ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে তবে এটি যাদের মালিক নেই তাদের জন্য, মানে আপনি নিজে কোন ব্যবসা করেন তাদের জন্য।
Modello LS conversioni dei permessi di soggiorno CE per soggiornanti di lungo periodo rilasciati da altro Stato membro dell’UE in permesso di lavoro subordinato,
Modello LS- যারা ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশের ডকুমেন্ট ধারী তারা এ Modello বা ফর্মের মাধ্যমে ইতালিতে permessi di soggiorno CE per soggiornanti di lungo periodo মানে কার্তা সৌজন্যের জন্য আবেদন করতে পারবেন।
Modello LS2 conversioni dei permessi di soggiorno CE per soggiornanti di lungo periodo rilasciati da altro Stato membro dell’UE in lavoro autonomo,
Modello LS2 যারা ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশের ডকুমেন্ট ধারী তারা এ Modello বা ফর্মের মাধ্যমে ইতালিতে permessi di soggiorno CE per soggiornanti di lungo periodo মানে কার্তা সৌজন্যের জন্য আবেদন করতে পারবেন।তবে এটি যাদের মালিক নেই তাদের জন্য, মানে আপনি নিজে কোন ব্যবসা করেন তাদের জন্য।
Modello LS1 richiesta di Nulla Osta al lavoro domestico per stranieri in possesso di un permesso di soggiorno CE per soggiornanti di lungo periodo, এটা তেমন গুরুত্বপূর্ণ নয় কেননা এটি আমাদের বাঙ্গালীদের জন্য নয়।
Modello BPS richiesta nominativa di nulla osta riservata all’assunzione di lavoratori inseriti nei progetti speciali.ইতালিতে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ত করতে চান বা বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে কর্মরত বা নিজস্ব ব্যবসার জন্য আবেদন কিরিদের এই ফর্মটি পূরণ করতে হবে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পারবেন। ]]