• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির নতুন ১৫ হাজার ট্রেনং ভিসায় কিভাবে আবেদন করবো সহ বিস্তারিত।

ByLesar

Nov 20, 2014

প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আপনারা মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আমরা সবাই জানি যে, বর্তমানে ইতালির সরকার সকল ধরণের সিজনাল ও নরমাল জব ভিসা থেকে বাংলাদেশের কোটা বাদ দিয়ে দিয়েছে। তবে অন্যান্য ভিসা বন্ধ থাকলেও গত মাসে তথা ১ নভেম্বর ২০১৪ তে সরকারের নতুন এই ১৫ হাজার (Flussi) ট্রেনিং ভিসার গেজেট প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশ সহ যেকোনো দেশের অভিবাসীগণ আবেদন করতে পারবে। কিন্তু এই ট্রেনিং ভিসা অন্যান্য সিজনাল বা নরমাল জব ভিসার মতো নয় বলে, এর আবেদন করার কার্যক্রম ও সম্পূর্ণ ভিন্ন। আর তাই অনেকের মনে এই বিষয়টি নিয়ে নানা ধরণের প্রস্ন সহ বিভিন্ন ধরণের কৌতূহল দেখা যাচ্ছে। কাজেই আজ আমরা আপনাদের এই ট্রেনিং ভিসা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। যেমন ট্রেনিং ভিসা কি, কতো দিন পর্যন্ত এর আবেদন করা যাবে, এর জন্য কি কি প্রয়োজন ইত্যাদি ইত্যাদি।

ট্রেনিং ভিসা কি?

ট্রেনিং ভিসা হচ্ছে আপনি কোন নির্দিষ্ট বিষয়ের উপর ৬ মাস অথবা ২৪ মাসের অথবা নির্দিষ্ট সময়ের উপর নির্ভর করে সাধারণ অথবা প্রফেশনাল একটি কোর্স করার জন্য ইতালিতে প্রবেশ করতে পারবেন। এবং এর জন্য আপনাকে ইতালিতে ইতালিয়ান সরকার দ্বারা অনুমোদোন প্রাপ্ত নির্দিষ্ট কিছু স্কুল, ভার্সিটি, ইতালিয়ান জব সেন্টার সহ বেশ কিছু সংগঠন এর মাদ্ধমেই আবেদন করতে হবে। যেহেতু এটি কোন সিজনাল বা নরমাল ভিসার ঘোষণা নয় তাই এর জন্য ইতালিয়ান ইম্মিগ্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার কোন তথ্য পাওয়া যাবে না। এটা অনেকটা স্টুডেন্ট ভিসার মতোই। স্টুডেন্টরা যেমন বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করার পর সেখান থেকে রিপ্লাই পেয়ে বাকি কাজ গুলো সম্পাদন করে থাকে এই ভিসাও অনেকটা সেইরকম। এই ভিসায় আপনি ইতালি এসে আপনার নির্দিষ্ট কোর্স শেষ করার পর, আপনি যদি সেই বিষয়ের উপর কোন কাজ ও মালিক সংগ্রহ করতে পারেন, যে আপনাকে কাজের কন্ট্রাক্ট করাবে। তাহলে এই ভিসায় এসে পাওয়া ৬ মাসের ইতালিয়ান পেরমেসসো দি সৌজর্ন্য কে আর দশ জনের মতো সাধারণ পেরমেসসো দি সৌজর্ন্যতে রূপান্তরিত করিয়ে নিতে পারবেন।

কতো দিন পর্যন্ত এই ভিসার জন্য আবেদন করতে পারবো?

যেহেতু এটা ট্রেনিং ভিসা এবং আপনাকে কোন একটি বিষয়ের উপর কোর্স করার জন্যই ইতালিতে এই ভিসায় প্রবেশ করতে হবে। তাই এটা ১ নভেম্বর ২০১৪ থেকে শুরু করে ২০১৬ ডিসেম্বর পর্যন্ত সেই ১৫ হাজার কোটা পরিপূর্ণ হওয়া পর্যন্ত বরাদ্ধ থাকবে। মনে রাখবেন ইতালিতে সীমিত সংখ্যক কিছু স্কুল ও ভার্সিটিতে বিভিন্ন সময় এরকম কিছু কোর্স এর আয়োজন করা হয়, এবং প্রতিটি স্কুল ও ভার্সিটিতে এরকম কোর্স এর আয়োজন করার সময় আবেদন কারীর জন্য সীমিত সংখ্যক স্থান বরাদ্দ থাকে যেমন ১০০ থেকে ২০০ জন ছাত্র/ছাত্রী সেই কোর্স এর জন্য আবেদন করতে পারবে। কাজেই এভাবে কিছু দিন পর পর ইতালির বিভিন্ন স্কুল, ভার্সিটি ও অনুমোদন কৃত সংগঠন গুলো এ সকল কোর্স এর আয়োজন করে থাকে। কাজেই এখানে আপনি বা আমরা চাইলেও ২০১৫ সালেও মধ্যে সেই ১৫ হাজার কোটা পরিপূর্ণ করতে পারবো না এখানে ২০১৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাজেই এসকল ক্ষেত্রে বিভিন্ন দালাল চক্র থেকে সাবধান। কেননা অনেকেই ইতিমধ্যে আমদের কাছে ফোন ও মেইল করে জানিয়েছেন ও জানতে চেয়েছেন, যে অনেক দালাল চক্র নাকি তাদের বলেছে যে ইতালিতে নাকি ট্রেনিং ভিসায় আবেদনের সময় শেষ, আবার অনেক বলেছে এরকম “প্রথম সেশন শেষ এখন শুধু বাকি আছে দ্বিতীয় সেশন” ইত্যাদি ইত্যাদি। কাজেই আপনাদের আবারও বলবো এসকল দালাল চক্র থেকে সাবধানে থাকুন।

ট্রেনিং ভিসার জন্য কি কি প্রয়োজন?

১- এর জন্য আপনাকে বাধ্যতামূলক দেখাতে হবে যে আপনি আর্থিক ভাবে চচ্ছল, যেমন এই কোর্স করা পর্যন্ত সকল খরচ তথা ইতালিতে থাকা খাওয়া ইত্যাদি ব্যয় বহন করতে পারবেন ইত্যাদি।

২- আপনার নামে অবশ্যই স্বাস্থ্য সংক্রান্ত বীমা করা থাকতে হবে, যাতে করে এখানে এসে কোন শারীরিক সমস্যায় পড়লে তার সকল ব্যয় সেই বীমা কম্পানি বহন করবে।

৩- এরকম আরও অনেক গুলো বিষয় রয়েছে। উল্লেখ্য আমিপারি টিম ইতালিয়ান মিনিস্টেরো দেল্ ইন্তেরনো তথা ইতালিয়ান ইম্মিগ্রান্ত অফিস ও ইতালির নাম করা বিভিন্ন ইমিগ্রান্ত উকিল দ্বারা আমাদের কাছে সকল ধরণের তথ্য রয়েছে। কিন্তু আমরা এখানে সেই সকল তথ্য তথা পরিপূর্ণ বিষয়টি প্রকাশ করতে পারছি না। কেননা আমিওপারির উপর সর্বদা সেই সকল দালাল চক্রের নজর সক্রিয় থাকে, তাই আমরা অনেক বিষয়ে চাইলেও আপনাদের কাছে প্রকাশ করতে পারি না। কাজেই যারা ট্রেনিং ভিসার আবেদন করা সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তারা সরাসরি আমাদের টিম এর সাথে যোগাযোগ করে জেনে নিন। আর আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।  তবে আপনাকে অবশ্যই প্রমান করতে হবে যে আপনি সেই সকল দালাল চক্রের কেউ নন। এবং এর জন্য আমিওপারি টিম এর কিছু নিজস্ব নিময় ও নির্দেশনা রয়ছে যা আপনাকে মেনে চলতে হবে।

আর আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইতালির বর্তমান অর্থনৈতিক অবস্থা অনেন খারাপ। যেটা আমরা আপনাদের ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না। ইতিমধ্যে আমিওপারিতে ইতালির বর্তমান অবস্থা নিয়ে আমরা অনেক গুলো লেখা ও প্রবাসীদের বাস্তব চিত্র সহ নানা ধরণের ভিডিও প্রকাশ করেছি। কাজেই আপনারা শুধু আমিওপারি সাইটটি একটু ভালো করে ঘেঁটে দেখুন তাহলেই নিজ চোখে বুঝতে পারবেন ইতালির বর্তমান অবস্থা কেমন। তাই আমরা আপনাদের একান্ত ভাবে অনুরোধ করবো অবেগের বশে কোন কিছু না জেনেই হুট করে ইতালিতে আসার জন্য পাগল হয়ে উঠবেন না। কেননা এতে করে আপনাকে এখানে আসার পর আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই সাবধান।

আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

৮ thoughts on “ইতালির নতুন ১৫ হাজার ট্রেনং ভিসায় কিভাবে আবেদন করবো সহ বিস্তারিত।”
  1. আপনেরা ত কি ভাবে আবেদন করতে হয় তা বিস্তারিত দিলেন না।

  2. Dear friend,
    I am student of Cassino University , I came in Italy last September 2014,I got the student permesso di soggiono.
    I have known about the last declaration of Italian govt.but I am not clear.
    Can you write me ,which documents I need to do normal soggiono ?

    1. বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের টিম এর সাথে যোগাযোগ করে জেনে নিন।

  3. Ami italey ashtey chai just 3 masher visa holey o HOBE tour korar JONNO Ami akon ki korbo. R italey er agreculcher visa kita kolar shomba bona asey ni amar friend kaj korer JONNO ashtey chay visa kita kulbo ni. Plz Jodi janaten valo hoy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version