• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে যেই জন্মগ্রহণ করবে সেই ইতালিয়ান

Byadilzaman

Jul 13, 2013

la presidente di camera Laura Boldrini ইতালিয়ান  চেম্বারের সভাপতি লাউরা বলদ্রিনি ঠিক এভাবেই তার বক্তব্বে বললেন,যেই এখানে জন্মগ্রহণ করবে সেই ইতালিয়ান এবং তাদের নাগরিকত্ব অস্বীকার করা একটি মূর্খতার কাজ। এখানে প্রায় অনেক দেশের রাষ্ট্রের বিদেশি জনগন রয়েছে তারা নানান দেশ থেকে আসছে ও তাদের সন্তানেরা এখানে জন্মগ্রহণ করছে, তারা আমাদের সমাজের একটি অংশ এবং তাদের কোন ভাবেই উপেক্ষা করা যাবে না। আমার মতে যেসব বিদেশীদের সন্তান এখানে জন্মাচ্ছে তারা ইতালিয়ান এবং এতে কোন সন্দেহ নেই,এভাবেই বললেন ইতালিয়ান  চেম্বারের সভাপতি লাউরা বলদ্রিনি। এবং এর জন্য প্রয়োজন পুনরুজ্জীবিত “নাগরিকত্ব আইন”।

ইতালিয়ান  চেম্বারের সভাপতি লাউরা বলদ্রিনি তার দুই দিনের সফরে ইতালির নগরী কালাব্রিয়ার Lamezia terme নামক কমুনের আন্ডারে রেসিদেন্স রত ৪০০ বিদেশী শিশুকে ইতালিয়ান নাগরিকত্ব দেওয়ার একটি অনুষ্ঠানে ৪০০ শিশুকে নাগরিকত্ব দেওয়ার সময় বলেন যারা ইতালিতে জন্ম গ্রহণ করবে তারা ইতালিয়ান। উক্ত অনুষ্ঠানে তিনি এই ৪০০ পরিবারের সামনে এ কথা বলেন ও তাদের সাথে মত বিনিময় করেন। তিনি আরো বলেন এই নিয়ম শুধু এই এলাকার মানুষের জন্য নয় এটি পুরো ইতালির জন্য বাস্তবায়ন করতে হবে, এবং এক সময় প্রত্যেকটি বিদেশী শিশু এখানকার নারিকত্ব পায় সে ব্যাপারে ইতালির সরকারকে খুব দ্রুত ইম্মিগ্রেসন আইনের পরিবর্তন আনার জন্য অনুরোধ করেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version