• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ভারতীয় মন্ত্রীর স্ত্রীর রহস্য জনক মৃত্যু! ভিডিওতে দেখুন বিস্তারিত।

Byমো: রাসেল

Jan 18, 2014


ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শশী থারুর স্ত্রী, সুনন্দা পুশকারের লাশ নয়াদিল্লীর একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। ৫২ বছর বয়সী সুনন্দা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। এদিকে, বুকে ব্যথার কারণে শনিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন শশী থারুর।অনাকাঙ্খিত টুইটার বিতর্কের জের ধরে, থারু দম্পতির পারিবারিক কলহ গণমাধ্যমে প্রকাশ হওয়ার দুই দিনের মাথায় এই ঘটনা ঘটলো। গত কয়েক দিন ধরে পাকিস্তানি নারী সাংবাদিক, মেহর তারার সঙ্গে টুইটারে বিবাদে জড়িয়ে পড়েন সুনন্দা। সুনন্দার অভিযোগ ছিল মেহর তারার শশী থারুর কে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন। এবং মেহের তারারকে আইএসআই-এর চর বলেও অভিযোগ করেছিলেন তিনি।ভিডিওতে বিস্তারিত-

[youtube gRa15JqlLKI?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *