• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আপনার বন্ধুর কম্পিউটার কন্ট্রোল করুন আপনার মোবাইল দিয়ে

ByFazle Rabbi

Dec 15, 2013

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আজকে আম্নাদের এমন একটি টিপস শেখানো হবে। যার ম্যাধ্যমে আপনি আপনার বা আপনার বন্ধুর কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন পৃথিবীর যেকোনো জায়গায় বসেই।

কিভাবে কি করবেন এ নিয়ে ধাপে ধাপে নিচে উল্লেখ করা হলঃ

১. প্রথমে সফটওয়্যারটি ডাঊনলোড করুন এই লিঙ্ক http://www.antirox.com এ গিয়ে।
২. ইনস্টল করুণ আপনার বা আপনার বন্ধুর কম্পিউটারে।
৩. এরপর ডেস্কটপে Antirox Remote PC এর আইকন দেখতে পাবেন। ওপেন করুন।
৪. “Create New” ক্লিক করে নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করুণ।
৫. এবার লগিন করে ফেলুন।
৬. লগিন হয়ে গেলে “Set your media folder to control them” ক্লিক করুন।
৭. একটি ফোল্ডার dialouge বক্স ওপেন হবে। এখন এমন একটি ফোল্ডার সিলেক্ট করুণ যেটায় আপনি Audio/Video ফাইল রাখেন। আপনি পুরো একটি ড্রাইভ ও সিলেক্ট করতে পারেন। Antirox Remote PC নিজেই আপনার Audio/Video ফাইল খুঁজে নিবে।
৮. ফাইল খুঁজে নেয়া হয়ে গেলে “Next” এ ক্লিক করে আপনার ফাইল লিস্ট সার্ভার এ যোগ করুন। এতে ৫ থেকে ৬ second সময় লাগবে।
৯. আপনার কাজ শেষ হয়ে গেল। পরবর্তীতে এটি আর করতে হবে না। এবার আপনি “Home” Tab এ গিয়ে “Start on windows startup” ও “Hide to task manager on startup” বক্স গুলো Checked করুণ।
১০. “Hide Antirox” এ ক্লিক করে সফটওয়্যার Hide করে দিন। এবার http://www.antirox.com , আর মোবাইল হলে m.antirox.com এ যান। গিয়ে লগিন করুণ।পরবর্তীতে আর এত ঝামেলা করা লাগবেনা। “Antirox Remote PC” নিজেই চালু হয়ে যাবে যখনি ইন্টারনেট Connection পাবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *