আমার যারা কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা কাজ করি তাদের চোখ নিয়ে অনেক ভাবতে হয় ।
তা না হলে এক সময় চোখে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ।
চোখের জন্য আমাদের উচিৎ প্রতিদিন :
১- সকালে উঠে ১০-১৫ মিনিট প্রাকৃতিক দৃশ্য যেমন সবুজ গাছ পালা কালার ফুল উপভোগ করা।
২- বিকালে বা কাজের ফাঁকে ফাঁকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা।
►৩-সম্তাহে অন্তত একটি দিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় এমন জায়গায় ঘুরে আসা।
► চোখের ব্যায়ামের জন্য বা চোখকে সুস্থ রাখতে এর বিকল্প নাই।
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
আপনার কম্পিউটারে Software / Program মুছতেছে না, জেনে নিন সহজ সমাধান
কি জানতে চান নাকি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র? কম্পিউটারের সকল তথ্য আপনার হাতের মুঠোয়!!
আপনার কম্পিউটারে ৮০টির ও বেশী ফাইল ওপেন করুন একটি মাত্র সফটওয়্যার দিয়ে
যেভাবে উইন্ডোজ এক্সপি সেটআপ দিবেন চিত্রসহ পরিপূর্ণ টিউটোরিয়াল
কীভাবে আপনি আপনার Windows 7 এর Welcome Logo টি মাত্র ১ মিনিটে পরিবর্তন করবেন
মাইক্রোসফট ওয়ার্ডের সকল শর্টকার্ট
windows XP সেটআপ টিউটোরিয়াল স্ক্রীনশটসহ পড়ে খুব খুশি হলাম।
ধন্যবাদ
এই ধরনের টিউটোরিয়াল স্ক্রীনশটসহ মাঝে মাঝে পোষ্ট করবেন।
ধন্যবাদ
অংথিন
বরগুনা।