লাল টিপ বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্র। স্বপন আহমেদের পরিচালনায় ছবিটিতে বাংলাদেশর শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন ফ্রান্সের শিল্পীরাও । বাংলাদেশ, প্যারিস, আইসলেন্ডের বিভিন্ন লোকেশনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছবিটির শুটিং সম্পন্ন করা হয়েছে । ছবিটি বাংলা, ফরাসী ও ইংরেজি ভাষায় ডাবিং করা হযেছে। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ইমন ও কুসুম সিকদার । এছাড়াও বাংলাদেশ থেকে আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, এ টি এম শামসুজ্জামান, মিশু , সোহেল খান, কোনালসহ আরো অনেকেই । ফ্রান্সের অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন ড্যানিয়েল ক্রেমার, জেরার্ড দোপার্দো, দেবোরাহ নিউম্যান ,নাতালি ফ্রান্সেস্কি ও লিয়ানা । এটি বাংলাদেশের ইতিহাসে সর্ব প্রথম ব্যায় বহুল ছবি।
দেখুন “লাল টিপ” – বাংলাদেশের ইতিহাসে সর্ব প্রথম ব্যায় বহুল সিনেমা
দেখে নিন আক্ষয়ের নতুন ছবি BOSS যা কিনা মুক্তির আগেই গিনেজ রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে
বাংলাদেশে সব ধরনের ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে সরকারকে উকিল নোটিস।
দেখে নিন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ছবি ‘কৃশ- ৩’ Krrish 3
প্রবাসী বাংলাদেশীদের ছবি ফেইথফুল্লি ইওরস
দেখে নিন আমির খানের Dhoom-3 সব রেকর্ড ছাড়িয়েছে এই ছবিটি
ভুত এফ.এম/ Bhoot-FM এর প্রতিটি পর্ব শূনতে এখানে আসুন।