• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির নগরী ভেরোনাতে রাস্তায় যৌন কর্মীদের উপর গুলি ও ভিডিওতে ধারন করে সেই ভিডিও ইতালিয়ানরা

ByLesar

Dec 4, 2013

ইতালির নগরী ভেরোনাতে ৪ বন্ধু মিলে তাদের গাড়ি দিয়ে ঘুরে ঘুরে রাস্তায় খদ্দেরের জন্য অপেক্ষাকারী যৌন কর্মীদের উপর গুরি বর্ষণ করে।তারা গুলি করার সময় একটি ভিডিও ক্যামেরা দিয়ে আবার সেই সব দৃশ্য ভিডিও দিয়ে রেকর্ড করে। সুত্রে জানা যায় ওরা ৪ জন ভেরোনার একটি ইউনিভার্সিটির ছাত্র। চার জনের বয়সী ২০ থেকে ২৩ বছরের মতো। ভিডিওতে দেখা যাচ্ছে যে চার বন্ধু মিলে তাদের গাড়ি দিয়ে রাস্তায় ঘুরে ঘুরে হাতের সামনে যে কোন পতিতাকে পাওয়া মাত্রই গুলি করছে। আবার এদের মধ্যে কেউ কেউ বলছে ধীরে ধীরে যাও, ঐ দেখ হাতের বামে একজন রয়েছে, ঐ দেখ ডানে একজন রয়েছে ইত্যাদি। ভিডিওতে দেখা যায় ওরা এরকম ৩-৪ জন যৌন কর্মীর উপর গুরি বর্ষণ করে। এবং এক পর্যায় ওদের গাড়িটি ঘটনা স্থলে এক্সিডেন্ট করলে ভেরোনার লোকাল পুলিশ ওদের আটক করে এবং তল্লাসি করে এসব তথ্য বেড় করে। ওদের জিজ্ঞাসাবাদ করলে উত্তরে ওরা বলে একটু আনন্দ করছিলাম। সবশেষে ওদের মধ্যে দুজনের নামে মামলা ও গ্রেফতার করা হয় যে দুজন সামনে বসে গাড়ি ড্রাইভ ও গুলি করেছিলো এবং বাকী দুজনকে নিয়েও তদন্ত করা হচ্ছে।এ ঘটনা ঘটার পর উক্ত এলাকায় যৌন কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিচে ভিডিও চিত্রটি তুলে ধরা হলে।

[youtube jroy2LrWx-M?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *