প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ শুরুতেই মহান আল্লাহ্র নাম নিয়ে শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন।আপনারা হয়তো এর মধ্যে জেনে গেছেন যে আমিওপারি সব সময় আপনাদের জন্য নতুন নতুন এবং প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে হাজির হয়, যা আদৌ কেউ আপনাদের জন্য করতে পারেনি বা দিতে পারেনি। বরাবরের মতো আজকেও আমরা আপনাদের সাথে একটি মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। যা আপনাকে অনেক বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। লেখার টাইটেল দেখেই অনেকে হয়তো বুঝতে পারছেন যে আজকের এই লেখাটি কি প্রসঙ্গে। হে বন্ধুরা ঠিকই ধরেছেন আজকে আমরা ইন্টারনেট এর সিকুইরিটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই হয়তো হ্যাক বা হ্যাকার শব্দটির সঙ্গে পরিচিত। মানে অনলাইনে এরকম নানান ধরনের হ্যাকার হয়েছে যারা বিভিন্ন ভাবে আপনাকে তাদের বোনা জালে ফেলে আপনার গুরুত্বপূর্ণ পারসনার তথ্য হাতিয়ে নেয়। এবং তা দিয়ে আপনার অনেক বড় ধরনের সর্বনাশ করে ছাড়ে। এর মধ্যে রয়েছে,যেমন তারা আপনার কম্পিউটার থেকে আপনার ব্যবহার করা ইমেইল আইডি ও পাসওয়ার্ড, ফেসবুক আইডি ও পাসওয়ার্ড সহ এমনকি আপনি যদি আপনার ব্যাংক এর কোন কার্ড ব্যবহার করে অনলাইনে কোন কিছু কেনা কাটা করে থাকেন সেক্ষেত্রে তারা আপনার কার্ড এর সকল তথ্য চুরি করে নিয়ে নিতে পাড়বে। এবং সেই সব তথ্য আপনার অগোচরে নানা খারাপ কাজে ব্যবহার করবে। ইতালির একটি নামকরা বাস্তবমুখী টিভি প্রোগ্রাম “লে ইয়েনে” এ নিয়ে একটি প্রতিবেদন করেছে যা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পাড়বেন যে ইতালিতে আপনি কতটুকু সতর্কতার সাথে ইন্টারনেট ব্যবহার করছেন? বা ইতালিতে ইতালিয়ান হ্যাকাররা চাইলে কিভাবে আপনাদের ক্ষতি করতে পারে। আমিওপারি আপনাদের জন্য আজকে সেই ভিডিও প্রতিবেদনটি নিয়ে হাজির হয়েছে। যা দেখলে আপনারা এ ব্যপারে সতর্ক হতে পাড়বেন। তবে অনেকে ইতালিয়ান ভাষায় পারদর্শী না হওয়ায় আমিওপারি টিম আপনাদের এর সম্পর্কে লিখে বুঝিয়ে দিচ্ছে।
কিভাবে আপনার কম্পিউটারটি ইতালিতে কোন হ্যাকার হ্যাক করতে পারে? – আমরা যারা ইতালিতে ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা হয়তো জেনে থাকবেন, যে ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনাদেরকে ইন্টারনেট কোম্পানি থেকে একটি মডেম দেওয়া হয়ে থাকে বা অনেকে নিজেই বাজার থেকে এই মডেম ক্রয় করে থাকেন। তোঁ এই মডেম যখন আমরা ব্যবহার করি তখন এর সাথে মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার জন্য একটি পাসওয়ার্ড প্রয়োজন হয়। আর এই পাসওয়ার্ড প্রায় প্রতিটি মডেমেই ডিফল্ট ভাবে দেওয়া থাকে যেটি মডেমের গায়ে কোন এক জায়গায় লিখা থাকে। সেখান থেকে নিয়ে দিয়ে দিলেই কম্পিউটার বা মবাইলে ইন্টারনেট সংযোগ হয়ে যায়। এবং আপনার বাসার আসে পাঁশের প্রতিবেশীরা তাদের কম্পিউটার বা মবাইলে ওয়াইফাই সার্চ করলে আপনার সেই মডেম এর নাম দেখতে পায় কিন্তু তারা তাতে সংযোগ স্থাপন করতে পারে না, কারন তারা যদি আপনার মডেমে সংযোগ করাতে চায় তাহলে তাদেরকে আপনার মডেমের সেই পাসওয়ার্ডটি দিতে হবে। এটি গেলো নরমাল মানুষের কথা। কিন্তু যারা কম্পিউটারে একটু এক্সপার্ট বা যারা কম্পিউটার হ্যাক করে তারা কিন্তু আপনার সেই মডেম এর পাসওয়ার্ড খুব সহজেই বেড় করে ফেলতে পাড়বে। কেননা বাজারে হ্যাকার দের জন্য কিছু স্পেসিয়াল প্রোগ্রাম রয়েছে যা দিয়ে তারা চাইলে যে কোন সময় আপনার বাসার ওয়াইফাই মডেম দ্বারা পরিচালিত ইন্টারনেট লাইনের পাসওয়ার্ড চুরি করে আপনার ইন্টারনেট ব্যবহার করতে পাড়বে। শুধু তাইনা!! তারা চুরি করে আপনার ইন্টারনেট লাইন ব্যবহার করা সহ চাইলে আরো অনেক কিছুই জেনে নিতে পাড়বে যা আপনি কখনো বুঝতেও পাড়বেন না। যেমন তারা চাইলে তাদের কাছে কিছু অত্তাধনিক প্রোগ্রাম রয়েছে যা দিয়ে আপনি কম্পিউটারে কি করছেন বা ইন্টারনেটে কি দেখছেন এর সব কিছু দেখতে পাড়বে, এবং সেই সাথে আপনার ব্যবহার করা ইমেইল আইডি, ফেসবুক আইডি পাসওয়ার্ড সহ, আপনার ব্যাংক এর তথ্য ইত্যাদি সব কিছুই জেনে নিতে পাড়বে। মানে এক কথায় এরা যখন আপনার মডেমটি হ্যাক করবে, তার পর থেকে ওরা বাইরে থেকে বাইরের মানুষ হয়েও আপনার কম্পিউটারে আপনার মতো সকল কাজ করতে পাড়বে। তোঁ বুঝতেই পারছেন এটি কতো ভয়ংকর একটি ব্যপার। এবং মজার ব্যাপার হচ্ছে আমিওপারি টিম কিন্তু সরোজমিনে এ নিয়ে সম্পূর্ণ পরীক্ষা করে দেখেছে। এবং এটি করা তেমন কঠিন কোন ব্যাপার না। আপনাকে কম্পিউটারে এক্সপার্ট হতে হবে। ব্যাস তাহলেই আপনি যে কোন জায়গায় এই কাজটি করতে পাড়বেন। তবে আমরা এর প্রতিকার সম্পর্কে আপনাদের জানিয়ে দিবো যাতে করে আপনারা এর হাত থেকে রক্ষা পেতে পারেন।
কিভাবে এর হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে?– আসলে পৃথিবীতে রোগ যেমন রয়েছে, তেমনি এর প্রতিকার ও রয়েছে। তাই আমিওপারি আজ আপনাদের এর প্রতিষেধক টিকা ও অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে যা আপনারা সময় মতো এই ডোজ গুলো নিলে আর কেউ আপনাদের কোন ক্ষতি করতে পারবেনা। এর থেকে রক্ষা পাওয়া খুব সহজ একটি ব্যাপার আপনাকে যা করতে হবে। এর জন্য আপনাকে দুইটি কাজ করতে হবে
১- সবার প্রথমে আপনার মডেম এর ডিফল্ট পাসওয়ার্ডটি যতদ্রুত পারাযায় পরিবর্তন করে ফেলতে হবে। মনে রাখবেন আপনি যদি এ সম্পরকে ভালো না জানেন তাহলে আপনার পরিচিত কারো সাহায্য নিয়ে এর পাসওয়ার্ড পরিবর্তন করিয়ে নিন। আপনারা চাইলে আমিওপারি টিমের সাথে যোগাযোগ করতে পারেন এই ইমেইলে info@amiopari.com যেখানে আমরা আপনাকে আপনার মডেম এর মডেল এর উপর ভিত্তি করে বিস্তারিত জানিয়ে দিবো, যে কিভাবে আপনার মডেম এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন।
২- আপনার কম্পিউটারে ভালো দেখে একটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইন্সটল করুণ। যা আপনার কম্পিউটারকে নানা ধরনের ভাইরাস ও হ্যাকার থেকে মুক্তি দিবে। তবে বাজারে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি অনেক দাম দিয়ে ক্রয় করতে হয়। তবে চিন্তা নেই। আমিওপারি আপনাদের জন্য বিশ্বের সবচাইতে নাম করা অ্যান্টিভাইরাস সহ বেশ কিছু সফটওয়্যার ফ্রিতে দিয়ে রেখেছে চাইলে এখানে ক্লিক করে সফটওয়্যারগুলো নিয়ে নিতে পারেন। বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই। আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে এবং এই লেখাটি আপনার সকল ইতালি প্রবাসী পরিচিতদের সাথে শেয়ার করে তাদের সতর্ক করে দিন। এবং সব শেষে নিচের ভিডিওটি ভালো করে লক্ষ্য করুণ। ধন্যবাদ।
[dailymotion xv2yzi nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]