• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

অবৈধদের বৈধ বা sanatoria 2012 আবেদন কারীদের দৃষ্টি আকর্ষণ। ইমেইল পাসওয়ার্ড ছাড়া পুন্তামেন্ত নিয়ে নিন

সালাম ও শুভেচ্ছা জানাই আমিওপারি এর সকল লেখক, পাঠক ও শুভান্যুদায়ীদের। আশাকরি আল্লাহর অশেষ কৃপায় সকলেই ভাল আছেন। ইউরোপ কিংবা ইতালিতে থাকা প্রবাসী ভাইদের কাছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য তুলে ধরতে আমিওপারি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় আজকের এই পোষ্টটি করা। এর শিরোনাম দেখে বুঝতেই পারছেন যে এটি সানাতরিয়া বা দেক্রেতো ফ্লুসি ২০১২ নিয়ে লিখা। তবে একটি কথা বলে রাখছি যে যারা ২০১২ অবৈধদের বৈধ করন নিয়ে বিগত পোষ্টগুলোর পরিপ্রেক্ষিতে পাঠকদের প্রশ্নের উত্তরে এই পোষ্টটি লেখা হয়েছে। যেমন- বিগত পোষ্টটি করা হয়েছিল যারা সানাতোরিয়া বা অবৈধদের বৈধ করনে  2012 এর অবস্থান দেখতে পারতেছেন না তারা কিভাবে তাদের অবস্থান অনলাইন থেকে জানবেন। কাজেই যারা আমাদের আগের লেখাটি পড়েননি তারা পোষ্টটি দেখতে এই লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন যা আপনার অনেক কাজে দিবে। ঐ পোষ্টটি প্রকাশ হওয়ার পর অনেক প্রবাসী ভাই আমিওপারি থেকে বিষয়টি জানতে পেরে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আবার এদের মধ্যে অনেকেই লেখকের কাছে ইমেইল করেছেন যে, যারা বিভিন্ন কাফ কিংবা উকিল এর মাধ্যমে সানাতরিয়া বা অবৈধদের বৈধ করন  ২০১২ আবেদন করেছেন এদের অনেকেই যে কোন কারনে তাদের ইমেইল ও পাসওয়ার্ডটি সংরক্ষন করতে পারেননি। কারন পোষ্ট এ থাকা সানাতরিয়া ২০১২ অবস্থান জানার পদ্ধতিটিতে ইমেল ও পাসওয়ার্ড জানা থাকতে হবে।

কিন্তু আজকে আমরা এমন একটি পদ্বতি নিয়ে আলোচনা করবো যাতে ইমেল আইডি ও পাসওয়ার্ড দরকার হবে না, এক্ষেত্রে শুধুমাত্র রিসিভুতায় থাকা RM নাম্বার ও মালিকের জন্ম তারিখ জানা থাকতে হবে(তবে বর্তমানে এই কাজটি শুধু ইতালির রোম প্রবাসীদের জন্য কার্যকর) আশা করি অন্তত এই দুইটি জিনিস আবেদন কারীর জানা আছে। এ পদ্বতিতে আবেদনকারী নিজের জন্য পোন্তামেন্ত কিংবা সাক্ষাতের তারিখ নিজেই নিতে পারবেন এমনকি প্রেফত্তুরা থেকে পোন্তামেন্ত কিংবা সাক্ষাতের তারিখ দিলে তাও এখান থেকে নিজেই জানতে পারবেন। কাজেই আর দেরি না করে এখনি আপনার কাগজের জন্য একটি পুন্তামেন্ত নিয়ে নিন। আপনারা যাতে নিজে নিজেই এই কাজটি করতে পারেন সেই কথা চিন্তা করে আমিওপারি আপনাদের জন্য খুব সহজে ও সুন্দরভাবে গুছিয়ে এনিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছে যাতে আপনাদের আরো ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে কি করবেন। তাই সবার আগে নিচে দেওয়া আমাদের ভিডিওটি দেখুন। দেখা শেষ হলে পুন্তামেন্ত নেওয়ার জন্য Ministero dell’ interno বা ইতালিয়ান অফিসিয়াল সাইটে যেতে এখানে ক্লিক করুণ তাহলে আপনাকে ইতালিয়ান অফিসিয়াল সাইটে নিয়ে যাবে সেখানে গিয়ে ভিডিওতে দেখানো মতো কাজ করুণ। আশা করি করতে পাড়বেন। আর সমস্যা হলে এই লেখার নিচে আমাদের কমেন্ট অপশনে আপনার মন্তব্য লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। ধন্যবাদ আর লেখাটি বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। এবং আমিওপারি ডট কম সম্পর্কে আপনার পরিচিতদের জানিয়ে দিন। যাতে একসময় তারাও আপনার মতো এখান থেকে সব কিছু শিখতে পারে এবং সবাইকে বলতে পাবে যে এখন আমিওপারি। ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে।

নিচের ভিডিওটি ভালো করে দেখুনঃ

[youtube dC9gx0A8rZs?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

৪ thoughts on “অবৈধদের বৈধ বা sanatoria 2012 আবেদন কারীদের দৃষ্টি আকর্ষণ। ইমেইল পাসওয়ার্ড ছাড়া পুন্তামেন্ত নিয়ে নিন”
  1. oneker kase suntese notun kore janury te sanatoria astese ata ki sotto news apni jodi ai somporke jane plz janaben
    thanks

    1. আমরা কিন্তু এরকম কোন কথা শূনতে পাইনি। আর যদি কোন খবর আসে তাহলে সবার আগে আপনি এখানে জানতে পাড়বেন। ধন্যবাদ।

    1. হে হবে এবং অক্টোবর অথবা নভেম্বর এর মধ্যে এর সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *