• Sat. Dec ৯, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে আবারও ১৫ হাজার (Flussi) ট্রেনিং ভিসার গেজেট প্রকাশ করা হয়েছে।

ByLesar

Nov 3, 2014

প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আপনারা মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে সবাই ভালোই আছেন। বরাবরের মতো আবারও ইতালিতে ট্রেনিং ভিসার উপর অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে ইতালিয়ান সরকার। গেজেটটি এ বছরের জুন মাসের ২৫ তারিখে সাক্ষরিত হলেও গত পরশু তথা ১ নভেম্বর ২০১৪ তে অফিসিয়াল ভাবে এর ঘোষণা দেওয়া হয়।তবে এবারের ট্রেনিং ভিসার কোটা গুলো দুইভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যদিও বিশ্ব অর্থনৈতিক মন্দার কারনে ইতালিতে বেশ কয়েক বছর ধরে প্রবেশ করার বিভিন্ন ধরণের ভিসার কোটা অনেকাংশে কমিয়ে আনা হয়েছে। তবে বর্তমানে স্টুডেন্ট সহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষ কারিগর বিশেষ কোর্স করতে আসা, ইত্যাদির মাধ্যমে এই ট্রেনিং ভিসার উপর ভিত্তি করে তাদের নিজ নিজ যোগ্যতার উপর ইতালিতে প্রবেশ করতে পারবে। এবং মজার বিষয় হচ্ছে, যারা এই ট্রেনিং ভিসায় ইতালিতে এসে তাদের নির্দিষ্ট কোর্স শেষ করবে!! এবং সেই বিষয়ের উপর কোন মালিক পক্ষ দ্বারা কাজ যোগাড় করতে পারবে। তাহলে তারা চাইলে সেই ট্রেনিং ভিসা থেকে তাদের স্তে পারমিট কে ইতালির নরমাল ওয়ার্ক পারমিট তথা নরমাল Permesso di soggiorno তে রূপান্তর করিয়ে নিয়ে পারবে।

ট্রেনিং ভিসার গেজেট টিতে বলা হয়েছে এই ভিসার প্রক্রিয়া এবছর থেকে শুরু করে তথা ২০১৪ থেকে শুরু করে ২০১৬ পর্যন্ত চলবে, মানে এখন থেকে শুরু করে কোটা শেষ হওয়া পর্যন্ত নিজের দক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন দেশের অভিবাসীগণ ২০১৬ পর্যন্ত এর আবেদন করতে পারবেন। বর্তমান ট্রেনিং ভিসার ১৫০০০ কোটাকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে টার সম্পর্কে নিন্মে আলোচনা করা হল।

১- সাধারণ কোর্স এর জন্য মোট কোটা ৭৫০০ টি। যেখানে আপনাকে বিভিন্ন কোর্স এর উপর ভিত্তি করে ভিসা দেওয়া হবে। এবং এর সময় সর্বমোট ২ বছর পর্যন্ত হতে পারে।এবং এর জন্য স্বীকৃত সংস্থা কর্তৃক আয়োজিতদের মাধ্যমে আবেদন করতে হবে।

২- বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্স অথবা উচ্চ পর্যায়ের কোর্স এর জন্য ৭৫০০টি কোটা রয়েছে। তবে এর জন্য আপনাকে অবশ্যই গেজেটে প্রকাশ করা বিভিন্ন স্বীকৃত সংস্থা গুলোর মাধ্যমেই আবেদন করতে হবে, যেমন centri per l’impiego(যেখানে ইতালির কাজ সংক্রান্ত বিষয় গুলো সম্পাদন করা হয়), scuole (ইতালিয়ান বিভিন্ন স্কুল এর মাধ্যমে) এবং  università (ইতালিয়ান বিভিন্ন ভার্সিটির মাধ্যমে) এছাড়াও গেজেটে প্রকাশ করা বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান কেন্দ্র গুলোর মাধ্যমে আবেদন করা যাবে।

যারা এর অফিসিয়াল গেজেটটি পেতে চান তারা সরাসরি আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।

আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

উল্লেখ্য যারা আমিওপারির লেখা তাদের পত্রিকায় কপি করে প্রকাশ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। আমরা চাই যারা আমিওপারির লেখা তাদের পত্রিকায় প্রকাশ করছেন তাদের কে অবশ্যই এখানে বলে দেওয়া এই দুইটি বিষয় উল্লেখ করে দিতে হবে।

১। লেখার উপরে আমিওপারির লোগো দিতে হবে।

২। লেখার শেষে এখানে বলে দেওয়া ব্রাকেটে মধ্যে লেখাটি লিখে দিতে হবে ( সূত্রঃ আমিওপারি ডট কম এরকম আরও এবং ইতালি ও ইউরোপ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ লেখার জন্য ভিজিট করুন www.amiopari.com ওয়েব সাইট) ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

১৪ thoughts on “ইতালিতে আবারও ১৫ হাজার (Flussi) ট্রেনিং ভিসার গেজেট প্রকাশ করা হয়েছে।”
  1. I want to go Italy. please send me rule & law.
    kabir hussain. Kalam brothers tannery ltd.109/2,
    hazari bagh dhaka-1209. my job office address.
    my mobile no. 01812677100
    thanks for new visa apply.

  2. I want to go Italy by training visa. please send me details and I need help from your firm. now i am in a job as a sales executive. I am a contractual employee. My Job Address: BRAC BANK LTD, ZINDABAZAR BRANCH, SYLHET-3100. I am working in brac bank from 31st May 2009 to till now. I have completed my Honours and Masters degree in Accounting. I have no IELTS. My birth date 11/12/1982. My cell no : 01717021591.

  3. dear,
    brothers i want to let you know that now the situation of italy is very bad.no work here.some people want to came italy by spending 15 lakh or 16 lakh taka.but for me its just like you are throwing your money in the sea.

  4. Dear sir
    I want to know that do u have any branch in Germany?
    If u have can u give me the address please.
    Sincerely Yours
    Monir Khan

  5. aj thake 6 bosor age sponsor visar jonno amar papers joma dieacilo amar ak cuasing kinto oi news akhono ami paini. Amar question holo aita ki batil hoiea galo naki aro shomoy lagbe….jodi onogro kore amake akto janaten vai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *