• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বর্তমানে Flussi / Sanatoria এর Status বা অবস্থা জানার নতুন উপায়

মো রাসেল> সালাম ও শুভেচ্ছা আমিও পাড়ির সকল পাঠক ও লেখক বৃন্ধদের। আমরা যারা ইতালি প্রবাসী তাদের মধ্যে অনেকেই আছি বৈধ ভাবে আরার কেউ কেউ অবস্থান করছি অবৈধভাবে। আর অবৈধদের বৈধ করতে ইতালি সরকার বিগত বছর Sanatoria 2012 ঘোষনা করে, এর আবেদন জমা নেয় ১৫সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০১২ পর্যন্ত। এতে করে অনেক অবৈধ প্রাবসী এই সুযোগটি গ্রহনের জন্য আবেদন করেন। এবছর সেপ্টেম্বর পর্যন্ত অনেকেই Permesso di Sorgiorno হাতে পেয়ে গেছেন, অনেকেই ফিঙ্গার প্রিন্ট দিয়ে Permesso di Sorgiorno জন্য অপেক্ষা করতেছেন আবার কেউ কেউ কন্ট্রাক এর তারিখের জন্য চিঠির অপেক্ষা করছেন। এদের মধ‌্যে অনেকেই {যাদের email id passoword আছে} ইন্টারনেটে তাদের আবেদনের অবস্থা জানতেছেন। কিন্তু বর্তমানে পূর্বের লিংক {domanda.nullaostalavoro.interno.it/Default.aspx} টি আর আগের মতো কাজ না করার কারনে বা না খোলার কারণে অনেকেই এর অবস্থা জানতে পারতেছেন না।
আমিও পারির পরিচালক থেকে পাওয়া নতুন লিংক ও এর সমাধানটি পোষ্টে লিখলাম। তবে আমি আগেই বলে নিই যারা এখনও পর্যন্ত অবস্থান জানতে পারতেছেন না পোষ্টটি শুধু তাদের জন্য।
বর্তমানে আমদেরকে নতুন লিংক https://nullaostalavoro.interno.it/Ministero/index2.jsp এ Email & Password দিয়ে Login করতে হবে। বামদিকের সাড়ি থেকে Domande অপশন নির্বাচন করি। লক্ষ্য করি নিচের দিকে Azioni থেকে ডান দিকের নীল আইকনটি ক্লিক করলেই আবেদনের বর্তমান অবস্থা জানা যাবে।উল্লেখ্য যে, ফ‌্যামিলি ও অন্যান‌্য আবেদনের অবস্থানও একইভাবে জানা যাবে।

বিঃদ্রঃ আপনাদের জন্য এই পোস্টটি করেছে আমিওপারির একজন নিয়মিত পাঠক জনাব মো রাসেল কাজেই এই পোস্ট এর সম্পূর্ণ কৃতিত্ব তার। আমরা শুধু আপনাদের আরো ভালো করে বুঝানোর জন্য এর উপর একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিলাম যাতে আপনারা খুব সহজে এই কাজ টি নিজে নিজেই করতে পারেন। এবং সবাইকে বলতে পারেন যে, এখন আমিওপারি। তাহলে নিচের ভিডিওটি লক্ষ্য করুণ ভালো করেঃ

[youtube Tq4WwTpIl1w?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

One thought on “বর্তমানে Flussi / Sanatoria এর Status বা অবস্থা জানার নতুন উপায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *