সাইরা হোসেন রানি,চ্যানেল এস,রোম ইতালিঃ ইতালির রাজধানী রোমের অদূরে সাগর ঘেসা নগরী তেরাসিনায় বাংলাদেশী শস্য উৎপাদন কারীরা নানা প্রকার দেশিও শাকসব্জি উৎপাদন করে ইতালি ছাড়াও ইউরোপের অন্যান্য দেশের চাহিদা মিটিয়েছে। পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশীরা জীবিকার তাগিদে কৃষি কাজকে বেঁচে নিয়ে বেশ এগিয়ে গেছে। বিশ্ব অর্থনৈতিক মন্দায় ইতালির অবস্থা দিনদিন যখন খারাপের দিকে,তখন এই কৃষি প্রকল্পের মাধ্যমে জেনো ইতালিস্থ প্রবাসী বাংলাদেশীরা কিছুটা আশার আলো দেখছে।আজকের এই ক্ষুদ্র প্রকল্প গুলি অতিদ্রুত ব্রিস্ত্রিত করার জন্য অভিরাম কাজ করে চলছে প্রকল্পের মালিক ও সংশ্লিষ্টরা।যারা চাষাবাদকে জীবিকা নির্মাণের জন্য বেঁছে নিয়েছেন। তারা বলেন পরিশ্রম বেশি হলেও মাস শেষে যখন নিয়মিত সঠিক পারিশ্রমিক দেশে পাঠাতে পারে, তখন জেনো সকল কষ্ট ভুলে গিয়ে নতুন ভাবে অনুপ্রেরণা পায়। বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিতেঃ
[youtube AudY0WhREOY?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]