• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বিভিন্ন দেশের সৎ লোকের সংখ্যা বেড় করার জন্য একটি জরিপ চালালো হয়!দেখুন ভিডিও প্রতিবেদনটি।

ByLesar

Sep 29, 2013

বিশ্বের বিভিন্ন নামিদামি দেশ গুলোর মধ্যে সৎ টাইপের লোকের সংখ্যা বেড় করার জন্য  বা কোন কোন দেশ এরকম লোক বেশি রয়েছে তা নিয়ে সম্প্রতি একটি জরিপ চালালো Reader’s Digest নামক যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ম্যাগাজিন। তারা তাদের এই জরিপটি পরীক্ষা করার জন্য চলন্ত পথে একটি মানিব্যাগ ফেলে রেখে দেয়, যার ভিতর বিজনেস কার্ড,কুপন এবং ৫০ ডলার বা বাংলাদেশী টাকার ৪ হাজার টাকা মূল্যের অর্থের সঙ্গে একটি পারিবারিক ছবি ও সেল ফোন নাম্বার সহ থাকে। এখানে পরীক্ষা করা হয় কারা এই ব্যাগটি পেয়ে এর মালিককে এটি ফিরিয়ে দিয়ে থাকে। তারা ৪ মহাদেশের ১৬টি শহরে চালানো এই জরিপে সবচেয়ে সৎ শহরের স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ডের একটি শহর, যেখানে ১২ টি মানিব্যাগের ১১টিই ফেরত পাওয়া গেছে। বার্লিন,লন্ডন এমন কি নিউ ইয়র্ক শহর কেও পেছনে ফেলে সততার তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারতের মুম্বাই। যেখানে ১২টি মানিব্যাগের ৯টিই ফেরত দিয়েছে ভারতীয়রা। বিস্তারিতও নিচের ভিডিওটি দেখুনঃ

[youtube 5rBiymaA81M?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *