পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত মিনাবাজার চাঁদরাত মেলা ১৬ জুলাই বৃহষ্পতিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার নোভা আনানডেল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। মেলার আয়োজক জনাব দস্তগীর জাহাংগীরের আয়োজনে আয়োজিত এই মিনাবাজার চাঁদরাত মেলায় বৃহত্তর ওয়াশিংটনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করে পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী শিল্পী কলাকূশলীদের পরিবেশনায় ছিল জমজমাট নাচ ও গান ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্ক থেকে আগত আমন্ত্রিত শিল্পী চন্দন চৌধুরী । অনুষ্ঠানের বিশেষ আকর্ষন হিসাবে সঙ্গীত পরিবেশন করেন বৃহত্তর ওয়াশিংটনের জনপ্রিয় ব্যন্ডদল জটিল। অনুষ্ঠানে ঈদ পোশাক হিসেবে শোভা পায় দেশীয় শাড়ি ,গয়না ,সালোয়ার কামিজ ,পায়জামা পাঞ্জাবী সহ বিভিন্ন পোশাক। তাছাড়া ও মেয়েরা মেহেদী দিয়ে নিজেকে সাজানোর আয়োজনে অনুষ্ঠান ছিল বেশ আনন্দমুখর । প্রবাসী বাঙ্গালীরা সপরিবারে দলবেঁধে চাঁদরাতের ষ্টলে ষ্টলে আনন্দ আর উদ্দীপনার সাথে কেনাকাটায় ব্যস্ত সময় পার করেছেন। মেলার আয়োজক জনাব দস্তগীর জাহাঙ্গীর তৃতীয়বারের মত এই চাঁদরাত মিনাবাজার মেলার আয়োজন করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় গো টু ঢাকা ডট কম, ই এন আর সল্যুশন, এ এস আর এস ট্যাক্স, ডাটা এন টেক, এটর্নি মোঃ আলমগীর, ডক্টর গোলাম ফরিদ আকতার, নূরুল ইসলাম নূরু, জীবক বড়ুয়া, এম এন বাকী, ডক্টর শাহজাহান মাহমুদ, মিজানুর রহমান ভূঁইয়া, আলাপনসহ আরও অনেকে। মিডিয়া পার্টনার নিউজ বাংলা ডট কম। আয়োজক মিনাবাজার চাঁদরাত মেলা আরও বৃহৎ পরিসরে আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এবং এই ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।
ওয়াশিংটন ডিসিতে মিনাবাজার চাঁদরাত মেলায় প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ
বাংলাদেশিদের জন্য দীর্ঘ সাত বছর পর আবারো খুলছে কুয়েতের শ্রমবাজার
প্রাগ প্রবাসী বাংলাদেশী নাদিরা মজুমদারের নতুন দু’টি বই
সৌদির শ্রমবাজার নিয়ে ‘রং হেডেড’ মন্ত্রীর ধোকাবাজি
অস্ট্রেলিয়াতে ২ লাখ ডলারের বিমান টিকিট জালিয়াতি : চাই জনসচেতনতা (ভিডিও)
বাংলাদেশ কনস্যুলেট নিউ ইয়র্ক এ স্বাধীনতা দিবস পালন।
মানবজাতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে 'ইবোলা' ভাইরাস।