• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আপনার কম্পিউটার সচল রাখতে ফ্রিতে ডাউনলোড করে নিন ছোট্ট একটি সফট্ওয়্যার

Byমো: রাসেল

Sep 28, 2013

মো রাসেল> আমাদের কম্পিউটারকে সুস্থ রাখতে একটি উল্লেখযোগ্য কাজ হল ডিফ্রেগমেন্ট করা। যা আমরা অনেক সমই বিভিন্ন ঝামেলার কারনে করি না। এর মধ্যে একটি ঝামেলা হল যে এটা করতে অনেক সময় লাগে। আবার এটা দিয়ে কোন নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার করা যায় না। ডিফ্রেগমেন্ট করতে গেলে পুরো একটি ড্রাইভ করতে হয়।

আমিও পাড়ির পাঠকদের যে সফটওয়্যারটির কথা বলবো যেটা দিয়ে খুব সহজেই প্রয়োজন অনুযায়ী কম্পিউটারকে ডিফ্রেগমেন্ট করা সম্ভব। এই সফটওয়্যার টি ব্যবহার করার ফলে আপনার কম্পিউটার সব সময় নতুন এর মতো স্প্রী দিবে আপনাকে, যা আমরা সবাই চাই। এই সফটওয়্যার এ সুবিধা সমূহ:

নির্দিষ্ট ফাইল, ফোল্ডার বা ড্রাইভ খুব দ্রুত ডিফ্রেগমেন্ট করে।
কম্পিউটার স্টার্ট হওয়ার সময় খুব দ্রুতই নিজ থেকেই ডিফ্রেগমেন্ট করে নেয়।
এটি কাজ করার সময় কম্পিউটারকে স্লো করে না।
আপনার অজান্তেই নিজে নিজেই ডিফ্রেগমেন্ট করে নেয় এটা।
৩৭টি ভাষাকে সমর্থন করে এটা

সফ্টওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *