• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ডাউনলোড করুন বিশ্বখ্যাত ইন্টারনেট এন্টিভাইরাস ক্যাসপারস্কি একদম ফ্রী

ByLesar

Apr 28, 2013

 

Computer কে virus free রাখতে সকলেই কোন না কোন Anti Virus ব্যবহার করে থাকেন। অন্তত এটুকু বলতে পারি যে Kaspersky থাকাতে virus এর কারণে অন্তত আমার কম্পিউটার কে ফরম্যাট করতে হবেনা।

আমার মতে এক নাম্বার সিকিউরিটি হলো ক্যাসপারস্কি। কিন্তু এটি কিনে ইউস করতে হয় বিধায় সবাই এটি ব্যাবহার করতে পারে না। তাই সবার কথা চিন্তা করে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটিটা শেয়ার করলাম। একদম ফ্রী। কিভাবে এটি ডাউনলোড করবেন এবং ব্যাবহার করবেন টা নিচে চিত্র সহ দেখানো হোল। আমরা এখানে ২০১৩ একটিভ করা দেখবো।

একটিভেশান ২০১৩:

প্রথমে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি এর ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এবং সেখান থেকে ফাইলটি ডাউনলোড করুণ।

 

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ডাউনলোড  শেষ হলে।

১- প্রথমে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি এর ট্রায়াল ভার্সন ইন্সটল করে নিন।

২- ইন্টারনেট কানেকশান ডিসকানেক্ট করুন।

৩- এবার ক্যাসপারস্কি ওপেন করে ডানে নিচে Licensing লেবেলে ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন

 

৪-এবার একটি ট্রায়াল ভার্সনের কী দেখাবে সবার প্রথমে। সেটার ডানের ক্রস বাটনে ক্লিক করে কী টা রিমুভ করে দিন।

নিচের ছবিতে দেখুন

 

৫- এবার Licensing/Activate the applicayion লেবেলে ক্লিক করে একটিভেট করুন। একটিভেট করার জন্য সিরিয়াল কী চাইবে। সেখানে 22222-22222-22222-2222u দিয়ে Next এ ক্লিক করুন।নিচের ছবিতে দেখুন।

 

এখানে এই সিরিয়াল কী টি দিয়ে একটিভেট করতে গেলে এরর দেখাবে এবং কী ফাইল ব্রাউজ করতে বলবে।

কী ফাইল ব্রাউজ করে দিন (উল্লেক্ষ কি ফাইল এর লিঙ্ক নিচে দেওয়া হয়েছে) দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে  > ফিনিশ বাটনে ক্লিক করুন।

নিচের ছবিতে দেখুন

 

এবার নেট কানেক্ট করে আপডেট করে নিন ভাইরাস ডেফিনিশান। বাস কাজ হয়ে গেছে।এখন আপনি ফ্রী ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ব্যাবহার করতে পারবেন।

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি কী ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কোন সমস্যা হলে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

১৬ thoughts on “ডাউনলোড করুন বিশ্বখ্যাত ইন্টারনেট এন্টিভাইরাস ক্যাসপারস্কি একদম ফ্রী”
  1. আমি ক্যাসপারস্কি ডাওনলোড ও সেটআপ দেয়ার পর সব ফন্ট শুরু থেকে ইংরেজীর বদলে আরবী আসছে। অথচ আমি কোথাও কমান্ড করিনি।
    ডাওনলোডের সময়ও ইংরেজী ছিল। এখন আমি কমান্ড বুঝতে পারছি না।
    এমন অবস্থায় কি আমি সফটওয়ারটি আবার রিমুভ করে দিব?

  2. আমি আপনার ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি কী ফাইল ডাউনলোড করা পর ওপেন হয় না। ওপেন করতে কিকরতে হবে জানাবেন কি?

    1. সালাম ভাই আসলে আমাদের এই পোস্টটি অনেক আগে করা তাই এখানে আগের নিয়মে দেখানো হয়েছিলো। কিন্তু বর্তমানে kaspersky ২০১৪ ভার্সনে কিছু পরিবর্তন এনেছে। যাই হোক যেহেতু অনেকেই এই পোস্ট টি নিয়ে আমাদের কমেন্ট ও মেইল করে যাচ্ছে তাই আমরা আপনাদের কথা চিন্তা করে এই পোস্টটিকে নতুন করে পরিবর্তন করে দিয়েছি এবং এখানেই এর প্রয়োজনীয় ফাইল গুলো দিয়ে দিয়েছি। কাজেই আপনি যেটা ইন্সটল করেছেন সেটা রিমুভ করে আবার নতুন করে আমাদের এই পোস্টটি পরে সেখানে দেখানো নিময় অনুযায়ী কাজ করেন দেখবেন হয়ে গেছে। ধন্যবাদ।

  3. sar, Lisens hoiya gacea. virus scenkorci kintu virus dhorcena kano? Eai vairus softwear ti onnow coputer a instell korle hobe ki?

    1. Salam bhai apnar computer e virus na thakle kivabe dhorbe? r he apni ei program je kono computer e install korte parben.

  4. sar, Lisens hoiya gacea. virus scenkorci kintu virus dhorcena kano? Eai vairus softwear ti onnow coputer a instell korle hobe ki?

    1. Bro eta onek purano 2013 er tai akhon ar eti kaj korbena…. tobe amra 2014 niye ekti lekha prokash korbo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *