• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জেনে নিই ফেসবুক এ প্রতারক আইডি থেকে সাবধান হবার উপায়

Byমো: রাসেল

Sep 25, 2013

মো রাসেল > বর্তমানে ইন্টারনেট ব্যাবহার কারীদের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আর সে অনুযায়ী ‌সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চলাফেরাও বাড়ছে। বিশ্বে কয়েকটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে ফেসবুক ও টুইটার অন্যতম, প্রতিদিন নিত্যনতুন আপডেট, প্রোফাইল ছবি বদল করা, কে কার সঙ্গে বেড়াতে গেল আর কার বিয়ের দিন ঠিক হলো, সব কিছুর খোঁজ পাওয়ার জন্য আপনিও এসব সাইটে মুখিয়ে থাকেন। তার ওপর হরেক ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ বা বন্ধুত্বের আবেদন আসা তো গড়পড়তা ব্যাপার। বর্তমানে প্রেক্ষাপটে এ প্রবণতা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ফেসবুকে।

চেনার গণ্ডি পেরিয়ে অচেনা মানুষের একে অপরকে ‘বন্ধুত্বের আবেদন’ পাঠানো ও সেই প্রোফাইলটিকে নিমিষে জরিপ করে ‘অ্যাকসেপ্ট’ করে ফেলা- এমন আর বেশি কথা কী! কিন্তু দিন কয়েক পরেই যদি দেখেন আপনার প্রোফাইলটা হ্যাক করে নিয়েছে অন্য কেউ কিংবা আপনার সম্পর্কিত তথ্য ও ছবি যার জানার কথা নয়, তেমন কেউ জেনে যাচ্ছে ম্যাজিকের মতোই- তা হলে জানবেন, ফেসবুকের বন্ধুদের মধ্যে একটি ফেক প্রোফাইল আছে নিশ্চিত। ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভালো মানুষ বা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পাশাপাশিই, অনেক সময়ই অজান্তে মুখোমুখি হতে হয় ফেক প্রোফাইলের। বিশ্বাস আনার জন্য ছবি, পোস্ট, ইদানীংকালের কমেন্ট ও নানান অ্যাক্টিভিটিতে ঠাসা প্রোফাইলটি দেখে মহূর্তেই অচেনা বা চেনা মানুষটার প্রোফাইল ভেবে গুলিয়ে ফেলে। যখনই আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন, ঠিক তখনই ফাঁদে পড়ে গেলেন আপনি!
এমনটা হওয়ার আগে সাবধান হন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে চিনবেন ফেক প্রোফাইল? প্রথমেই প্রোফাইল ও কভার ছবি দুটি খুঁটিয়ে দেখুন। একই মানুষের দুটো আলাদা ছবি থাকলে এবং ছবির অ্যালবাম খোলা থাকলে, সেখানেও সেই মুখেরই অন্যান্য ছবি আছে কিনা দেখে নিন। প্রোফাইল মালিকের ছবি না থেকে ফিল্মি তারকা অথবা গাছপালা বা কার্টুনের ছবি দেখলে সাবধান হন আগেভাগে- প্রোফাইলটা হতে পারে ফেক বা বিশেষ উদ্দেশ্যে বানানো। তারপর সেই প্রোফাইলের ফ্রেন্ড লিস্টে কতজন বন্ধু আছে এবং যার প্রোফাইল তার বয়স বা উপস্থিতির সঙ্গে মিল খাচ্ছে কিনা সেই বন্ধুদের সারি, একটু পরখ করে দেখে নিন। আদৌ সেই বন্ধুগুলোর মানুষটির চেনা কি না, সেটার ব্যাপারে একটু আইডিয়া হয়ে গেলে, ঘেঁটে দেখুন ফ্রেন্ড লিস্টের আরও কয়েকটা প্রোফাইল।
ফেক প্রোফাইলটার ‘রিসেন্ট অ্যাক্টিভিটি’ বা কিছু দিনের কার্যকলাপ, পোস্ট বা কমেন্ট করা কিছু আছে কিনা, খুঁজে দেখুন ওয়ালে। লক করা না থাকলেও যদি দেখেন বিশেষ কোনো পোস্ট বা কথোপকথন নেই, বুঝে নিন প্রোপাইটলটা সুবিধার নয় একেবারেই! ফেক প্রোফাইলের নামকরণ অবাস্তব নয়তো অত্যন্ত প্রচলিত হয় খেয়াল রাখুন সেদিকেও।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *