• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফেইসবুক নতুন ভাইরাস / স্প্যাম,সাবধান হউন এক্ষুনি

Byadilzaman

Mar 29, 2013

 

হটাৎ করে ফেইসবুকে নতুন করে একটা সমস্যা দেখা দিয়েছে। তা হল ফেইসবুকের নতুন লুকের সাথে সাথে নতুন করে দেখা দিয়েছে ফেইসবুক ভাইরাস বা স্প্যামিং সমস্যা। মনে হয় আপনারা অনেকেই এই সমস্যার সম্মূখীন বা এ সমস্যা সম্পর্কে জানতে পেরেছেন। যারা জানতে পারেন নি তারা অবশ্যই এ সম্পর্কে নিজে জানুন ও অন্যকে জানান।

ফেইসবুক একাউন্ট হ্যাক করার জন্য হ্যাকাররা একেক বার একেক ধরনের কারসাজি তৈরি করে। এর মধ্য সর্বশেষ যেটা তৈরি করা হয়েছে, সেটা হল ফেইসবুক ভাইরাস পোষ্ট। আপনি আপনার ওয়ালে পোষ্ট হওয়া এ ধরনের লিংকে ক্লিক করলেই আপনার একাউন্ট থেকে আপনার বন্ধুদের প্রোফাইলে ও বিভিন্ন গ্রুপে অটোমেটিক লিংক শেয়ার হবে যা আপনি নিজেও জানবেন না কি থেকে কি হচ্ছে। আর এটিই হল ফেইসবুক পোষ্ট ভাইরাস। যারা ইতিমধ্যে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন, তারা এরই মধ্যে এটার তেষ্ক্রিয়তা সম্পর্কে বুঝতে পেরেছেন! এই ভাইরাসের কারণে একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর মধ্যে ঝামেলা বেজে যায় এবং অনেকে আপনাকে খারাপ ও মনে করতে পারে। কেনোনা তারা মনে করছে যে আপনি এটি যেনে শূনে নিজ ইচ্ছায় করছেন। কিন্তু এটা যে এক প্রকার ভাইরাস এর কারসাজি টা প্রথমে তারা বুজতে পারে না ।

আপনি কি নিচের মতো কিছু পেয়েছেন ফেইসবুকে আপনার স্ট্যাটাস কিংবা অন্য কোনখানে?

 

যদি এই ধরনের কিছু সমানে পড়ে তাহলে অবশ্যই এই সব লিংকে ক্লিক করবেন না। এই ধরনের লিংকগুলো হয় এমনঃ

|FireFox Update| New Look Facebook 2013 > http://soo.gd/928534699

উপরে দেখানো লিংক পাওয়া মাত্রই এড়িয়ে যাবেন ও আপনার বন্ধুদের বিরত রাখবেন এইসব লিংকে ক্লিক করা থেকে। এই সব লিংকে ক্লিক করার পর আপনি যখন ফেইসবুকে লগইন করবেন এবং আপনি যতগুলো গ্রুপে যুক্ত আছেন বা আপনার প্রত্যেক বন্ধুর ওয়াল এবং এমনকি আপনার ওয়ালেও একই ধরনের পোস্ট দেখতে পাবেন যা আপনি নিজে থেকে করেন নি। আর এই সব উল্টা-পাল্টা পোস্টিং এর অপরাধে ফেইসবুক আপনার ওয়াল পোস্ট করা বা অন্য কোথাও পোস্ট করা থেকে আপনাকে ব্যান করে দিতে পারে। তাই নিজে সর্তক থাকুন ও অন্যকে সর্তক করুন এক্ষুনি।

লেখাটি শেয়ার করে সবাইকে এই মারাত্তক সমস্যার হাত থেকে রক্ষা করে উপকার করতে পারেন। ধন্যবাদ

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *