• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কম খরচে কিভাবে ইতালিতে মানি ট্র্যান্সফার করবেন?

ByLesar

Dec 7, 2013

আমরা যারা ইতালিতে থাকি তাদের অনেকেই ইতালির বিভিন্ন নগরীতে টাকা প্রেরণ নিয়ে অনেক সমস্যায় ভুগে থাকি। যেমন আপনি যদি ইতালির মধ্যে কোথাও টাকা পাঠাতে চান তাতে অনেক খরচ পড়ে যায়। যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানি গ্রাম ইত্যাদি অনেক প্রতিষ্ঠান রয়েছে যার মাধ্যমে আপনি ইতালির রোম থেকে মিলানো টাকা প্রেরণ করতে চাইলে ওরা অনেক চার্জ নিয়ে থাকে। যেমন মনে করেন আপনি রোম থেকে মিলানে ১০০ ইউরো পাঠাবেন এই ক্ষেত্রে আপনাকে ১০০ ইউরোর জন্য ১০ ইউরো থেকে ১৫ ইউরো পর্যন্ত চার্জ দিতে হতে পারে। কেননা ওদের নিয়ম অনুযায়ী আপনি যদি ইতালির বাইরে টাকা পাঠাতে চান সে ক্ষেত্রে ওদের চার্জ কম কিন্তু লোকাল বা ইতালির মধ্যে টাকা পাঠাতে হলে বেশি চার্জ দিতে হয়। তাই আজ আমি আপনাদের এমন একটি টিপস শিখিয়ে দিবো যার মাধ্যমে আপনি মাত্র ১ ইউরো চার্জ দিয়ে ১০০ থকে ৫০০ ইউরো পর্যন্ত ইতালির যেকোনো প্রান্তরে টাকা প্রেরণ করতে পারবেন। আসলে ইতালিতে অনেক রকমের পদ্ধতিই রয়েছে কিন্তু আমরা এগুলো জানি না, বা অনেকে জানলেও আপনাকে জানাবে না। যাই হোক এর জন্য রয়েছি আমরা। আমরা সব সময় চেষ্টা করবো আমাদের দ্বারা যা কিছু আছে তা দিয়ে আপনাদের সাহায্য করতে। তাহলে আসুন দেখি কিভাবে কি করতে হবে।

এর জন্য আপনাকে একটি কার্ড ক্রয় করতে হবে যার নাম POSTE PAY পোষ্টা পে। এটি ইতালিয়ান পোস্ট অফিস দ্বারা নিয়ন্ত্রিত খুব ভালো এবং নির্ভয়যোগ্য একটি মাধ্যম।

পোষ্টা পে কি?– পোষ্টা পে হচ্ছে একটি প্রিপেড কার্ড। এটি একটি প্রিপেড ভিসা কার্ড, মানে এর ভিতর আপনার যত পরিমান ইউরো থাকবে আপনি ঠিক ততটুকুই ব্যবহার করতে পারবেন অনেকটা আপনার মোবাইল বালেন্স এর মতো, টাকা শেষ তো আবার রিচার্জ করে নিতে হবে এবং আপনি এটি অনেক কাজে ব্যবহার করতে পারবেন। যেমন এই কার্ডটি দিয়ে আপনি অনলাইনে যেকোনো কিছু ক্রয় করতে পারবেন। আপনি এটি দিয়ে ইতালিতে যে কোন পোস্ট অফিসের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। এবং ইতালিতে সুপার মার্কেট সহ আরো অনেক জাইগায় কোন কিছু কিনে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং এই কার্ড যার থাকবে তার কার্ডে আপনি ইতালির যেকোনো প্রান্ত থেকে টাকা প্রেরণ করতে পারবেন।তাই এই একটি কার্ড দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন।

এই কার্ড নিতে কি কি ডকুমেন্টস লাগবে?– এই কার্ডটি ইতালির permesso di soggiorno ধারী যে কেউ নিতে পারবেন। তবে এর জন্য আপনার রেসিডেন্স কার্ড (রেসিডেন্স কার্ড না থাকলে) অসপিতালিতা প্রয়োজন যেটি সকল permesso di soggiorno ধারী ব্যক্তির রয়েছে (উল্লেক্ষ অনেকে ইতালিতে নতুন রয়েছে তাই তারা হয়তো এই অসপিতালিতা সম্পর্কে জানেন না? তাই তাদের জন্য আমাদের সাইটে এই বিষয়ে একটি লেখা রয়েছে চাইলে এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন যা প্রতিটি ইতালি প্রবাসীর জেনে রাখা প্রয়োজন)। এই দুইটি জিনিস সাথে আপনার পাসপোর্ট দেখতে চাইতে পারে।আশা করি যারা ইতালিতে permesso di soggiorno ধারী তাদের সকলেরই এই ডকুমেন্টস গুলো রয়েছে। ব্যাস এই ডকুমেন্টস গুলোই লাগবে এই কার্ডটি নিতে। এবং এটি নিতে হলে আপনাকে যেকোনো পোস্ট অফিস থেকে নিতে হবে। এবং ওদের বলতে হবে Devo fare la poste pay  এই কথাটা বাংলায় বললে এরকম হয় “দেবো ফারে লা পোষ্টা পে” আপনি ওদের গিয়ে এই কথা বললেই ওরা আপনার ডকুমেন্ট দেখে আপনাকে এই কার্ড টি করে সাথে সাথে দিয়ে দিবে।

এটি কতো দাম এবং কিভাবে কাজ করে?– এই কার্ড টি এককালীন করতে মাত্র ৫ ইউরো খরচ লাগে এবং এটির মেয়াদ ৫ বছর পর্যন্ত। কিন্তু আপনি যখন নতুন করতে যাবেন তখন আপনার ১০ ইউরো লাগবে যেখানে ৫ ইউরো আপনার কার্ড টির দাম এবং বাকী ৫ ইউরো আপনার কার্ড এর ভিতর ক্রেডিট হিসেবে থাকবে। একবার এই কার্ড ক্রয় করার পর ৫ বছরের জন্য আপনার আর কোন খরচ নেই। এবার আসুন জানি কিভাবে এটি কাজ করে? এখন ধরুন আপনি এই কার্ডে ৫০০ ইউরো জমা রেখেছেন এখন এই ৫০০ ইউরো আপনি যখন খুশি তখন ব্যবহার করতে পারবেন। যেমন আপনি চাইছেন অনলাইনে বিমান বা ট্রেন এর টিকেট ক্রয় করবেন, তো এই কার্ড দিয়ে আপনি নিজে নিজেই যে কোন টিকিট বা মোবাইল সহ সকল প্রকার অনলাইন কেনা কাটা বা মবাইলে টাকা রিচার্জ করতে পারবেন একদম ফ্রি। এতে আপনার কার্ড থেকে কোন চার্জ কাঁটা হবে না বা আপনি কোন সুপার মার্কেটে কিছু ক্রয় করে এটি দিয়ে পেমেন্ট করলেও আপনার কার্ড থেকে কোন চার্জ কাঁটা হবে না। কিন্তু আপনি যখনি আপনার কার্ড দিয়ে পোস্ট অফিসের বুথ থেকে নগদ টাকা উত্তোলন করবেন তখন আপনার কার্ড থেকে ১ ইউরো চার্জ করা হবে। ধরি আপনার কার্ডে ৫০০ ইউরো রয়েছে, এখন আপনি এখান থেকে ১০০ ইউরো তুলে নিলেন কোন পোষ্টের মেশিন থেকে, সেক্ষেত্রে ওরা আপনার কাছে থেকে ১ ইউরো কেটে নিবে মানে এখন আপনার অ্যাকাউন্ট এ টোটাল থাকবে ৩৯৯ ইউরো। এভাবে আপনি যতবার নগন টাকা তুলবেন ততো বার এই ১ ইউরো করে কেটে নিবে। এবং মনে করি আপনার কার্ডে টাকা শেষ এখন আপনাকে নতুন করে টাকা রিচার্জ করতে হবে। এক্ষেত্রে প্রতিবার টাকা রিচার্জ করার জন্য ওদেরকে ১ ইউরো দিতে হবে। ব্যাস শুধু নগদ টাকা রিচার্জ করতে এবং নগদ টাকা উত্তোলন করতেই চার্জ দিতে হবে। তাই এটি খুব মজার এবং খুব সহজ একটি পদ্ধতি, যেখানে অন্যান্য কার্ড এর জন্য আপনাকে মাসে একটি নির্দিষ্ট টাকা দিতে হয়… সেখানে আপনি সেই কার্ড ব্যবহার করেন বা নাই করেন। তাই অন্যান্য কার্ড এর তুলনায় এটি অনেক ভালো, কেননা আপনি এক কালিন এই কার্ডটি নিয়ে রাখলেন ৫ ইউরো দিয়ে এরপর আপনার আর কোন খরচ নেই। যদি কখনো আপনি এটি কোন কারনে ব্যবহার করেন, ঠিক তখনি আপনাকে ১ ইউরো দিতে হবে।তাও শুধু টাকা রিচার্জ করতে এবং নগদ টাকা উত্তলন করতে। এবং বাকী কাজ গুলো করতে পারবেন একদম ফ্রিতে। উল্লেক্ষ কিভাবে অনলাইনে কার্ড ব্যবহার করে বিভিন্ন টিকিট সহ মোবাইল রিচার্জ সহ নিজে নিজেই বিভিন্ন কেনাকাটা করা যায়, তা নিয়ে আমিওপারি ডট কম আপনাদের জন্য নিয়ে আসছে ভিডিও টিউটোরিয়াল, যেখানে খুব সহজ এবং সুন্দর ভাবে বাংলা ভাষায় দেখানো হবে। যা দেখে এক সময় আপনারা নিজে নিজেই এই কাজ গুলো ঘরে বসে করতে পারবেন। এবং নিজেদের অনেক এগিয়ে নিতে পারবেন। আর এক কথায় এর মাধ্যমে আপনি অনেক কম দামে অনেক কিছু ক্রয় করতে পারবেন , যা বিশ্বের সব উন্নত দেশের মানুষ করে থাকে, এবং এক সময় আপনি নিজেও বলতে পারবেন!!! যে এখন আমিওপারি।

কিভাবে এটি দিয়ে ইতালিতে টাকা প্রেরণ করবো?– আপনি যখন কাউকে ইতালিতে টাকা প্রেরণ করবেন তখন এই কার্ড দিয়ে খুব সহজে টাকা প্রেরণ করতে পারবেন। তবে এক্ষেত্রে যার কাছে টাকা পাঠাবেন শুধু তার এই কার্ড টি থাকলেই হবে, আপনার না থাকলেও চলবে। যেমন মনে করি আমি আমার কোন বন্ধুকে ইতালিতে ৫০০ ইউরো পাঠাতে চাই সেক্ষেত্রে আমাকে আমার বন্ধুর কার্ড নাম্বারটি জেনে নিতে হবে ব্যাস আর কিছু লাগবে না। এটি অনেকটা মোবাইল রিচার্জ এর মতো যেমন আপনি আপনার বন্ধুর মোবাইলে যেরকম ওর নাম্বারে টাকা রিচার্জ করে দেন এটাও ঠিক সে রকম। আপনি ওর কার্ড নাম্বার দিয়ে ওর কার্ডে টাকা পাঠিয়ে দিতে পারবেন। এবং একবার ওকে টাকা পাঠিয়ে দিলে ও ওর কার্ড দিয়ে যেকোনো পোস্ট অফিসের বুথ থেকে নগদ টাকা তুলে নিতে পারবে। এবং এর জন্য আপনার খরচ পরবে মাত্র ১ ইউরো।

টাকা পাঠাতে হলে কি করতে হবে?– আপনার বন্দুকে টাকা পাঠাতে হলে আপনার নির্দিষ্ট এলাকার পোস্ট অফিসে গিয়ে বলবেন Devo ricaricare la postpay এই কথা বললে ওরা আপনাকে একটি ফর্ম দিবে আপনাকে শুধু সেই ফর্মটি পূরণ করতে হবে। আপনাদের ভালো করে বুঝানোর জন্য আমি ফর্মটি নিচে দিয়ে দিলাম।

আপনি আপনার বন্ধুর কার্ড নাম্বার ও আপনার ডকুমেন্টের বিস্তারিত দিয়ে ফর্মটি পূরণ করে ওর কার্ডে টাকা রিচার্জ করে দিতে পারবেন। উল্লেক্ষ ইতালিতে পোস্ট অফিসেও কিন্তু এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে টাকা প্রেরণ করার জন্য একটি অপশন রয়েছে যার নাম ভালিয়া পোষ্টালে এবং সেই পদ্ধতিতে ইতালিতে কাউকে ১০০ ইউরো থেকে ৫০০ ইউরো পর্যন্ত ইউরো পাঠাতে খরচ পড়ে ৭ ইউরো। কাজই অনেকে জানেননা বিধায় ঐ ভাবে বেশি টাকা খরচ করে টাকা প্রেরণ করে থাকেন। যেহেতু ওরা আমাদের পোষ্টা পে কার্ড নামক কার্ডটি দিয়ে এই সুযোগ দিচ্ছে তাই আমরা আমাদের টিপস টাকে এখানে কাজে লাগাবো এবং যেখানে অন্য পদ্ধতিতে ৭ থেকে ১৫ ইউরো লাগে সেখানে সে একি কাজ মাত্র ১ ইউরো দিয়ে করবো। এবং আপনি চাইলে এই পোষ্টা পে কার্ডটি করতে পারেন আর না চাইলে কোন সমস্যা নেই। আপনি এই কার্ড ছাড়াই আপনার বন্ধুকে ইতালির যেকোনো জায়গায় মাত্র ১ ইউরো খরছে টাকা পাঠিয়ে দিতে পারবেন শুধু আপনার বন্ধুর বা আপনার বন্ধুর পরিচিত কারো একজনের এই কার্ড টি থাকলেই হবে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি।আর এই লেখাটি আপনার বন্ধুদের সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন যাতে করে ওঁরাও এই সুযোগটি গ্রহন করতে পারে ধন্যবাদ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

২ thoughts on “কম খরচে কিভাবে ইতালিতে মানি ট্র্যান্সফার করবেন?”
    1. ইতালি তে বসবাসকারী সবার জন্য নগদ লেনদেন ছাড়াও অনলাইন ব্যাংকিং এ সহজে, অল্পখরচে এবং নিশ্চিন্তে ব্যবহার উপযোগী একটি ব্যাংকিং ব্যবস্থা।
      এখানে সহজ ভাষায়, বিস্তারিত জানানোর লেখকের এই উদ্যোগ প্রশংসার দাবীদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *