ব্যক্তিগত সফরে ইংল্যান্ড থেকে আগত বিশিষ্ট ব্যক্তিত্ব আনাস পাশা এবং নরওয়ে থেকে আগত বাংলাদেশ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাম মোয়জ্জেম মিলন এর সঙ্গে ইতালীর বাংলা মিডিয়ার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোমের ভিত্তোরিও’তে গত ২৯ আগষ্ট মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলা প্রেসক্লাব ইতালীর সভাপতি, খান রিপন, সাংবাদিক সমিতি (এনআরবি জাই’য়ের) সভাপতি ইকবাল হোসেন, একে জামান, মনিরুজ্জামান, হাফিজুর রহমান মিতু, এমএম হক রাজু সহ অনেকেই।
এসময় বাংলাদেশে এবং প্রবাসের সাংবাদিকতা নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এর পাশাপাশি ইংল্যান্ড, নরওয়েতে এবং ইতালীর বাঙ্গালী প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের বিষয়টি আলোচনায় চলে আসে।
আলোচকরা মনে করেন, প্রবাসে সাংবাদিকতা করলেও এর অনেক ব্যপকতা রয়েছে। যেসকল দেশে বাংলাদেশীরা অবস্থান করতে তাদেরকে তুলে ধরতে হবে এই সাবাদিকতার মাধ্যমেই।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]