• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির ভেনিসে সরকারি ভাবে মুসলিম কবরস্থান রবাদ্দ

ByLesar

Jul 10, 2013

ভেনিসে বসবাসকারী মুসলমানদের জন্য স্থানীও কমুনে বা পৌরসভা থেকে সম্প্রতি একটি কবরস্থানের জায়গা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যদিয়ে স্থানীও মুসলিম কমিউনিটির বহুদিনের প্রত্যাশা বাস্তবায়ন হলো। এখন থেকে ইসলাম ধর্মালম্বী কেউ মাড়া গেলে তাকে সম্পূর্ণ ইসলামী শরীয়ত অ মুসলিম রীতি অনুযায়ী দাফনসহ সকল প্রকৃয়া সম্পন্ন করা সম্ভব হবে।

আভিবাসী বহুল ভেনিসের উপশহর মারগেরায় অবস্থিত এ কবর খানার আনুষ্ঠানিক ঘোষণার আগে সেখানে মুসলিম কৃয়া বিষয়ক এক সভা আহবান করা হয়। ভেনিসে বসবাসকারী প্রায় সকল মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের উপস্থিতিতে কমুনের পক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দেন সহকারী মেয়র সানদ্রো সিমোনাতো ও ডক্টর যান ফ্রাংকো বনেচ্ছো।

এ সময় বাংলাদেশি মুসলিম কমিউনিটি ও স্থানীও মসজিদের পক্ষে উপস্থিত ছিলেন ইমাম মাওলানা মোহাম্মদ হাবিব, শাহ্‌ আলম জাকারিয়া, সৈয়দ কামরুল সরোয়ার, মিজানুর রহমান, কাজী টিপু ও আমিনুল ইসলাম হাজারী।

ভেনিস জামে মসজিদের সহসাধারন সম্পাদক সৈয়দ কামরুল সরোয়ার বলেন, ইতালিতে বসবাসকারী সকল মুসলমান যেন তার ধর্মীয় তাহজীব তামাদ্দুন বজায়ে রেখে জীবন পরিচালনা করতে পারে, আমাদের আগামীর প্রজন্ম যাতে ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে না যায়, শে জন্য আমরা দীর্ঘ দিন যাবৎ কাজ করে যাচ্ছি। সকলের প্রচেষ্টা, সহযোগিতা এবং মহান আল্লাহ্‌র রহমতে ভেনিসে ৪ চারটি জামে মসজিদ স্থাপন করা হয়েছে। যেখানে দৈনিক পাঁচ ওয়াক্তসহ জুমাবারে একাধিক জামায়াতে মুসল্লিগণ নামাজ আদায় করেন। তিনি বলেন, অতীতের মতো এবারও – সমাগত রহমত, নামাজ এবং মাগফিরাতের মাস রমজানে মসজিদে খতমে তারাবিহ ও ইফতারের ব্যবস্থা করা হবে। ছোট ছেলে মেয়ে ও বয়স্কদের জন্য পবিত্র কোরআন ও ধর্মীয় মাসলা মাসায়েল শিক্ষার ব্যবস্থা করা হবে। তিনি কোরআন থেকে উদরিতি করে বলেন, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং এখন থেকেই আমাদের শে প্রস্তুতি করা উচিৎ।

কমুনে বা পৌরসভার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, ভেনিসে বসবাসকারী মুসলমানদের অভিবাসন অধিকার নিশ্চিত করতে আগামীতে আশেপাশের অন্যান্য শহর এবং উপশহরগুলিতেও মুসলিম রীতিতে মৃতের সৎকারের জন্য সকল প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, শতাধিক মৃতের এই দাফনস্থানে ২০১০ সালে প্রথম একজন বাংলাদেশি মুসল্মানের লাশ সমাহিত করা হয়।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *