• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

৪৩তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভেনিস আওয়ামীলীগ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

ByLesar

Apr 12, 2014

৪৩তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভেনিস আওয়ামীলীগ ও যুবগীগ ভিয়া সেরনালিয়ার কমুনের হলে সন্ধ্যা ৭ টায় আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। রুহুল আমিন ও গোলাম মোস্তফা কালূর যৌথ পরিচালনায় ভেনিস আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শাহজাহান কবির ইদ্রিস এর সভাপতিত্বে, প্রধান বক্তা ছিলেন ভেনিস আওয়ামীলীগের সম্মানিত সদস্য সালাউদ্দিন নান্নু, বিশেষ বক্তা যুবলীগ ভেনিস শাখার সভাপতি এরফান ছৈয়াল সহ আরো বক্তব্য রাখেন আক্তার বেপারী, আক্তার হোসেন বাচ্ছু, হাছান ইমাম, বিল্লাল হোসেন ঢালী, সোহানুর রহমান উজ্জল, হান্নান হোসেন বাবু, আজাদ খান সহ আরো অনেকে আওয়ামীলীগ, যুবলীগ ও তার অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্যে নেতাকর্মীরা বলে মহান স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্ম সঠিক ভাবে জানেনা, বিভিন্ন
রাজনৈতিক দলগুলো মুক্তিযোদ্ধের ইতিহাস বিকৃত করে আসছে। তাই প্রবীন মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের অনুরোধ আমাদেরকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানালে আমরা নতুন প্রজন্ম তা শিখতে পারবো। আবুল কালাম আজাদের সংগীত পরিচালনা গান পরিবেশন করে স্বপন কুমার, দেলওয়ার, চুন্নু, হাবিব, কালাম সহ স্থানীয় শিল্পীবৃন্দ।

ইতালীর ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *