• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

গ্রীসের স্ট্রবেরি খামারে বাংলাদেশিদের উপর গুলি

Bysofean

Apr 20, 2013

গ্রীসের এক স্ট্রবেরি খামারে অভিবাসী কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে জড়ো হলে সেখানকার একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালিয়ে ৩০ জনের উপর আহত করেছে। আহত কর্মীদের সকলেই বাংলাদেশি। খামার মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। আহত বাংলাদেশি কর্মীদের বেশিরভাগকেই হাসপাতালে নেওয়া হয়েছে। গ্রীসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলার জামাল হুসেইন বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি আহত বাংলাদেশি কর্মীদের দেখতে ওই এলাকায় পৌঁছে গেছেন।

“ছয় মাস ধরে আমরা মাইনে পাই নি, সেজন্য হরতাল দিয়েছিলাম এবং আমরা ঠিক করেছিলাম কাজ করব না।”

হারুণ, স্ট্রবেরি খামার কর্মী তিনি বলেছেন প্রাথমিক শুশ্রূষার পর ১৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৭ জনের অবস্থা প্রথমে আশঙ্কাজনক থাকলেও এখন চিকিৎসকরা জানিয়েছেন তারা শঙ্কামুক্ত।
তিনি বলেন এরপর প্রায় দেড়শ জনের মত কর্মী সেখানে সমবেত হলে মালিক পক্ষ সরাসরি তাদের উপর গুলি চালায়।

অ্যাথেন্স থেকে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন জানাচ্ছেন ঘটনাটি ঘটেছে পশ্চিম গ্রীসে অ্যাথেন্স থেকে ২৬০ কিলোমিটার দূরে নিয়া মানোলাদা এলাকায় পেলোপন্নেসিয়ান গ্রামের এক খামারে।

ওই এলাকায় কাজ করেন হাজার হাজার অভিবাসী কর্মী। বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলার জামাল হুসেইন বলেন ওই এলাকায় প্রায় ৩ থেকে ৪ হাজার বাংলাদেশি অভিবাসী কাজ করেন।

ওই খামারের কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে জড়ো হলে খামারের একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালায়। এতে তিরিশজনের কর্মী আহত হয়, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

SOURCE : http://www.bbc.co.uk/bengali/news

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *