• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

স্মার্টফোনে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে ‘ফিঙ্গারপ্রিন্ট’ প্রযুক্তির সম্ভাব্যতা নিয়ে ভাবছে অ্যাপল।

Bysofean

Apr 20, 2013

যুগ যুগ ধরে চলে আসা পাসওয়ার্ড পদ্ধতির বিকল্প নিয়ে অনেক দিন থেকেই গবেষণা হচ্ছে। কয়েকটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রচলিত এ পদ্ধতির বিকল্প নিয়ে কাজও শুরু করেছে। অ্যাপলও এবার তাদের দলে। গার্ডিয়ানের খবরে বলা হয়, স্মার্টফোনে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে ‘ফিঙ্গারপ্রিন্ট’ প্রযুক্তির সম্ভাব্যতা নিয়ে ভাবছে অ্যাপল। বিশ্বসেরা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, আসল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই নতুন এই প্রযুক্তি অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রযুক্তি বিষয়ক সাইটগুলো জানায়, কি-ওয়ার্ড ভিত্তিক পাসওয়ার্ডের চেয়ে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির পাসওয়ার্ডই সবচেয়ে বেশি নিরাপদ। সাধারণত কি-ওয়ার্ড ভিত্তিক পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলে ঝুঁকি থাকে। কিন্তু ফিঙ্গারপ্রিন্টের পাসওয়ার্ড পদ্ধত্তি চালু হলে স্মার্টফোনের নিরাপত্তা নিশ্চিত হবে। এ ব্যাপারে ডাটা নিরাপত্তা বিশেষজ্ঞ মিং-চি কু বলেন, আইফোনের নতুন সংস্করণে ফিঙ্গারপ্রিন্ট উপযোগী চিপ যুক্ত করা হবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *