• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সময়ের সেরা স্মার্টফোন গুলো সম্পর্কে কিছু ধারণা !!!

Byadilzaman

Apr 14, 2013

 

স্মার্টফোন। মাতিয়ে দিয়েছে প্রযুক্তিবাজার। সারা বিশ্বেই প্রযুক্তিপ্রেমী স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন নতুন সুবিধার এসব ফোনের জন্য মুখিয়ে থাকেন। বর্তমান সময়ের সেরা স্মার্টফোন নিয়ে কিছু কথা।

আইফোন ৫
বিভিন্ন গুজব আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে হালকা-পাতলা গড়নের ও ফোরজি প্রযুক্তির ‘আইফোন ৫’-এর ঘোষণা দিয়েছিল অ্যাপল। সারা বিশ্ব তাকিয়ে ছিল অ্যাপলের এ স্মার্টফোনটির দিকে। বাজারে আসার পর এ স্মার্টফোনটি সাড়া ফেলে। কাচ ও অ্যালুমিনিয়ামের কাঠামোয় তৈরি আইফোন ৫-এর রেটিনা ডিসপ্লের মাপ চার ইঞ্চি। ১১২ গ্রাম ওজন আর ৭ দশমিক ৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫-এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের প্রসেসর।

নকিয়া লুমিয়া ৯০০
মোবাইল ফোনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে নানা ধরনের ফোন বাজারে এনে নিজেদের পরিচিতি বেশ ভালোভাবেই তুলে ধরেছে নকিয়া। বিশ্বের অন্যতম এই মুঠোফানসেট নির্মাতাদের স্মার্টফোন নকিয়া লুমিয়া ৯০০ বাজারে এসেই স্মার্টফোনপ্রেমীদের মনে জায়গা করে নেবে—এমনই প্রত্যাশা প্রতিষ্ঠানটির। উইন্ডোজ অপারেটিং সিস্টেম মোবাইল ৭.৫ ম্যাঙ্গো চালিত এ স্মার্টফোনে রয়েছে ১.৪ গিগাহার্টস কোয়ালকম প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট জায়গা। এর ৪.৩ ইঞ্চি এএমওএলইডি পর্দায় রয়েছে বিশেষ বৈশিষ্ট্য, যা পর্দার গ্লাসকে বিশেষ নিরাপত্তা দেয়। স্মার্টফোনে আরও আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৭২০ পিক্সেল ভিডিও ক্যাপচার-সুবিধা। সামনের দিকেও রয়েছে ১ মেগাপিক্সেলের ক্যামেরা।

এলজি অপটিমাস জি প্রো
ট্যাবলেট ও স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা একসঙ্গে দিতে পারে এলজির অপটিমাস জি প্রো স্মার্টফোনটি। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেতে ১০৮০ পিক্সেলে সমর্থন করে। ১ দশমিক ৭ গিগাহার্জ কোয়াড কোর গতির প্রসেসর, দুই গিগাবাইট র্যাম রয়েছে স্মার্টফোনটিতে। এ স্মার্টফোনটিতে চোখের ইশারায় ভিডিও নিয়ন্ত্রণ করার প্রযুক্তি রয়েছে।

ব্ল্যাকবেরি জেড ১০
বাজারের আলোচিত আরেকটি স্মার্টফোন হচ্ছে ব্ল্যাকবেরির জেড ১০. চলতি বছরের জানুয়ারিতে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর ৪ দশমিক ২ ইঞ্চি মাপের টাচস্ক্রিন প্রযুক্তির নতুন স্মার্টফোনটি বাজারে আনে ব্ল্যাকবেরি। ইতিমধ্যে ১০ লাখ ইউনিট জেড ১০ মডেলের নতুন স্মার্টফোন বিক্রি করেছে মুঠোফোন নির্মাতা কানাডার প্রতিষ্ঠানটি। নতুন অপারেটিং সিস্টেমনির্ভর ব্ল্যাকবেরির স্মার্টফোনগুলো দ্রুতগতির এবং অসংখ্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে।

সনি এক্সপেরিয়া জেড
বাজারের আলোচিত আরেকটি স্মার্টফোন হচ্ছে সনির এক্সপেরিয়া জেড। অ্যান্ড্রয়েড জেলিবিননির্ভর স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর। পানিরোধী সুরক্ষাযুক্ত এ স্মার্টফোনটি ময়লা হলে পানি দিয়ে ধুয়েও ফেলা যায়। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া সনি ব্রাভিয়া টেলিভিশনের প্রযুক্তি এ স্মার্টফোনের ভিডিও দেখার সুবিধা হিসেবে যুক্ত রয়েছে। শূন্য দশমিক তিন ইঞ্চি পুরুত্বের এ স্মার্টফোনটি ফোরজি সমর্থন করে।

হাতের মুঠোয় স্মার্টফোন থাকলে বিশ্ব যেন হাতের মুঠোয় চলে আসে। ছোট স্ক্রিনেই পুরো পৃথিবীর সঙ্গে যোগাযোগ করা যায়। হাতের স্পর্শেই মূহুর্তের মধ্যেই সম্পন্ন করে অসংখ‌্য কাজ।উপরের ধারণা থেকে বেঁছে নিন আপনার পছন্দের টি।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *