সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ সরকারি সফরে মাননীয় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর জেনেভা আগমনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় । স্থানীয় রেষ্টুরেন্ট বোম্বে প্যালেসে গত ১৩ই অক্টোবর রোজ সোমবার সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদুত এম শামীম আহসানের উপস্থিতিতে মতবিনিময় সভা পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রহমান খলিলুর । মন্ত্রী তার বক্তব্যে শিল্পখাতে বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বহুয়শী প্রশংসা করেন ও শিল্পখাতে বিনিয়োগ বাড়ানোর জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান । আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট ও আওয়ামী লীগ নেতা আমজাদ চৌধুরী, ফার্স্ট সেক্রেটারি জনাব নজরুল ইসলাম, শ্যামল খান, নজরুল জমাদ্দার, মাসুম খান, অরুন বড়ুয়া, শাহিন মজুমদার, সৈয়দ কামরুজ্জামান, হারুন অর রশিদ, মশিউর রহমান সুমন প্রমুখ । মতবিনিময় শেষে রাতের খাবারের ব্যবস্থা করা হয়।
সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
সাবধান!!সাবধান!! প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে অভিনব প্রতারণা
ফ্রান্স-এ মেলার নামে আদম পাচার বাণিজ্য ! (পর্ব-০১)
সুইজারল্যান্ডের জুরিখ নগরীতে এবার যৌনকর্মীদের জন্য অভিনব ব্যবস্থা
বিদেশ গমন : ইউরোপ – ভেবে চিন্তে পদক্ষেপ নিন
বাংলাদেশীদের কল্যানই যাঁদের ধ্যান-জ্ঞান-সাধনা
গ্রীসের সর্বনাশা দালাল সিন্ডিকেটের অপকর্ম আর কতকাল?