• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

Byrafiqul islam akash

Oct 16, 2014

সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ সরকারি সফরে মাননীয় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর জেনেভা আগমনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় । স্থানীয় রেষ্টুরেন্ট বোম্বে প্যালেসে গত ১৩ই অক্টোবর রোজ সোমবার সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদুত এম শামীম আহসানের উপস্থিতিতে মতবিনিময় সভা পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রহমান খলিলুর । মন্ত্রী তার বক্তব্যে শিল্পখাতে বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বহুয়শী প্রশংসা করেন ও শিল্পখাতে বিনিয়োগ বাড়ানোর জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান । আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট ও আওয়ামী লীগ নেতা আমজাদ চৌধুরী, ফার্স্ট সেক্রেটারি জনাব নজরুল ইসলাম, শ্যামল খান, নজরুল জমাদ্দার, মাসুম খান, অরুন বড়ুয়া, শাহিন মজুমদার, সৈয়দ কামরুজ্জামান, হারুন অর রশিদ, মশিউর রহমান সুমন প্রমুখ । মতবিনিময় শেষে রাতের খাবারের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *