• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইটালিতে ট্রেনিং ভিসার গেজেট প্রকাশিত হয়েছে গত বছরের ন্যায় এবছরেও বাংলাদেশ থেকে প্রশিক্ষণ ভিসায় আসা যাবে ইটালিতে!

ByLesar

Aug 27, 2014

প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক অনেক ভালো আছি। যাই হোক আজকের এই লেখাটি প্রকাশ করার কোন প্রকার মন মানষিকতা ছিলোনা আমাদের টিমের, বিশেষ করে আমার (আমিওপারির সভাপতি)। কিন্তু অনেকটা বাধ্য হয়েই নিউজ টি করতে হচ্ছে। কারন ইতিমধ্যে প্রায় হাজার খানেক এর মতো ইমেইল + ফোন করেছেন আপনারা, এবং এর মধ্যে ৯০% ব্যক্তিই জানতে চেয়েছেন ইতালিতে বর্তমানে প্রবেশ করার জন্য কোন ভিসা ওপেন রয়েছে কিনা? আর তাই শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমাদের আজকের এই লেখা।

আমাদের মধ্যে প্রায় অনেকেই জানি যে বিগত কয়েক বছর ধরে ইতালির সরকার বাংলাদেশীদের জন্য সিজনাল বা নরমাল জব ভিসার কোটা থেকে বাদ দিয়ে রেখেছে। আর এর জন্য দায়ী আমরাই। যাইহোক তবে জব ভিসা বন্ধ থাকলেও আপাদত ফ্যামিলি ভিসা সহ ইতালিতে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা ও ৩ মাস বা ১ বছরের কোর্সের উপর ভিত্তি করে training/ প্রশিক্ষণ ভিসা চালু রয়েছে।

গত বছরে ইতালিতে প্রায় ৫ হাজার এর মতো অনেকেই বাংলাদেশ সহ বিভিন্নও দেশ থেকে এই training ভিসায় ইতালিতে প্রবেশ করেছে। এবং এবছরেও ইতালিয়ান সরকার এই training ভিসার নতুন একটি গেজেট প্রকাশ করেছে সাথে পরিপূর্ণ গাইড সহ, যেখানে বিস্তারিত সকল তথ্য খুব স্পষ্ট করে তুলে ধরা হয়েছে।গেজেটটি চলতি মাসের ৫ আগস্ট ২০১৪  Ministero del lavoro, ministero delle politiche sociali,  ministero dell’interno এবং il ministero degli affari esteri (শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়,সামাজিক নীতি মন্ত্রণালয়) ইত্যাদি মন্ত্রণালয়ের বিশিষ্ট ব্যক্তি বর্গের উপস্থিতিতে একটি করফারেন্সে সিদ্ধান্তের মাধ্যমে স্বাক্ষরিত হয়। এতে বলা হয়েছে ইতালির নগরী BOLZANO এবং  TRENTO তে এই প্রশিক্ষণের জন্য বেশ কিছু স্টুডেন্ট বা প্রশিক্ষণে আগ্রহী ব্যক্তিবর্গ আবেদন করতে পারবে এবং training ভিসায় ইতালি প্রবেশ করতে পারবে। তবে এর জন্য অবশ্যই আগ্রহী এবং হোস্ট প্রতিষ্ঠান উভয়ের সাথে সম্পর্কে থাকতে হবে। আগ্রহীকে এখানে এসে কোর্স সংক্রান্ত এবং থাকা খাওয়া ইইত্তাদি সকল খরচ বহন করা সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং এরকম আরও অনেক কিছুই রয়েছে যা সময় স্বল্পতার জন্য আমরা এখানে লিখতে পারছিনা। উল্লেখ্য এই training ভিসায় অবেদন করার বিস্তারিত সব তথ্য নিয়ে ৩২ পেজ এর একটি গাইড প্রকাশ করেছে প্রশাসন। কাজেই যারা আগ্রহী তারা সেই ফাইলটি পড়লে সকল তথ্য পেয়ে যাবেন।

তবে আমরা সেই ৩২ পেজ এর গাইড লাইনটি এখানে প্রকাশ করতে পারছি না। দালাল চক্রের হাত থেকে আপনাদের রক্ষার্থে। কাজেই যারা আগ্রহী তারা সরাসরি আমাদের টিম এর সাথে যোগাযোগ করে ফাইলটি নিয়ে নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রমান দেখাতে হবে যে আপনি সত্যি সত্যি আমাদের একজন পাঠক এবং দালাল চক্রের কেউ নন? তাহলেই আপনি আমাদের কাছ থেকে সেই ফাইলটি সংগ্রহ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে ক্লিক করুন।

উল্লেখ্যঃ আপনাদের সকলের কাছে একান্ত ভাবে বিনীত অনুরোধ আপনারা দয়া করে আমাদের টিম এর কাছে এই training ভিসা সংক্রান্ত কোন তথ্য জানতে চেয়ে ফোন করবেন না। বা করলেও আমরা আপনাদের কোন প্রকার সাহায্য করবো না (তবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেই ৩২ পেজ এর ফাইল টি সংগ্রহ করতে পারবেন তবে প্রমান দেখিয়ে) কারন আমিওপারি সম্পূর্ণ ভিন্ন একটি জবসেবামুলক ওয়েব সাইট। আমাদের টিম এর প্রধান লক্ষ্য প্রবাসের মাটিতে আপনাদের কাছে বিভিন্ন প্রয়োজনীয় বিষয় গুলো তুলে ধরা, যাতে করে আপনারা সহ আমাদের দেশের মানুষ উপকৃত হয়। তাই আমরা আপনাদের কাছে মূল বিষয়টি তুলে ধরলাম এবং আপনাদের সতর্ক করে দিচ্ছি যে সকল প্রকার দালাল থেকে সাবধান। আর আমাদের টিম এর কারো কাছে ফোন করে জিগ্যেস করবেন না যে, ভাই আপনারা কি আমাদের এই ভিসা পেতে সাহায্য করতে পারবেন? বা আপনাদের কি কোন পরিচিত কেউ আছে যারা আমাদের সাহায্য করতে পারবে? ইত্যাদি ইত্যাদি। এরকম কোন বিষয় আপনারা আমাদের কাছ থেকে কিছু আশা করলে সম্পূর্ণ ভুল করবেন। কারন আমরা এগুলোর ধার ধারী না এবং আমিওপারি টিম সব সময় এসব বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করে। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুখে থাকবেন এবং প্রবাসে থেকেও নিজের দেশ কে ভালো বাসার চেষ্টা করবেন।

এখানে আমরা আপনাদের জন্য গেজেট টির শুধু মাত্র একটি পেজ আপলোড করে দিলাম এখানে ক্লিক করুন

উল্লেখ্যঃ যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

১৬ thoughts on “ইটালিতে ট্রেনিং ভিসার গেজেট প্রকাশিত হয়েছে গত বছরের ন্যায় এবছরেও বাংলাদেশ থেকে প্রশিক্ষণ ভিসায় আসা যাবে ইটালিতে!”
  1. ami thaki venice a ..ami kivabe proman korbo ami dalal chokrer kewna..r apnader jodi cl kore kisu jigges korte na pari tahole kivabe ami sei file ta pete pari ..r ami kothay gele kajta somponno korte prbo eita ki vabe janbo..r j kaj ta nije korte parbena se ki vabe korbe onner help sara..?doya kore bolben ki…

    1. file ti pete apni sorasori amader team er sathe jogajog korte paren tobe er besi kichu amra apnake bolte ba help korte parno na..tnx

  2. I want to go italy because it’s my dream. How can I? Please help me by real information. Where I contract for this.

  3. আমি ১বছরের ট্রেনিং ভিসায় আসতে চাই কিভাবে কোথায় আবেদন করব জানালে ভাল হত|আর সর্ম্পূন লেখা আসে না কেন?

  4. আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জানি ভাল। ভাই আপনারা যে এই ট্রেইনিং ভিসা কথা লেখছেন আমাদের কি লাভ আমরাতো শুদু দেখেই যাবো আমাদেরতো কেও ইতালিতে থাকে না আমরা থাকি ইতালিতে তাই আমাদের পক্ষে এটা খুজে বের করা সম্ভব নয় তাই যদি ভাই আপনারা আমাদের যদি সবকিছু এখানে লিখে দেন আমরা কিভাবে এটা দিয়ে ইতালিতে যাবো তাহলে খুব ভাল হতো আমরা ও ইতালিতে জেতে চাই ভাই বহু কিছু লিখে ফেললাম আপনাদের সকলের ইছা…………………………………………………………ভাই আমার মবিলে।০১৮১৬৩৭৬১৬৯

  5. Hi,
    Dear how are you? Please send to details Italian training visa. How to processing for Italian visa please co operation with me.

    Thanks

    Sagar Chandra Dey
    +88 01715339981

  6. Dear bhaia, take my salam. thank for give the information to the facebookI. I am didar from bangladesh i would like to apply for italy visa . pls bhaia let me know which category is better for me. student visa or work par-mite. i was complete B.com from bangladesh i would like to go to italy for higher education. pls let me know how to apply.

    pls send me modello VA & modello VB visa from.
    I am waiting for you reply.

    Thanks and best rgds
    Didar.

  7. Bhaia pls let me know how i can apply trading visa. i went to go italy for 1 years visa.

    thank and best rgds
    Didar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *