• u. Dec ১২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

এ বছরেও ইতালিতে ১০ হাজার বিদেশীকে কাজের প্রশিক্ষণ বাবদ ভিসা দেওয়া হবে।

প্রফেশনাল বিভিন্ন কাজের কোর্স করার ভিত্তিতে এবছরেরও ইতালিতে ১০ হাজার বিদেশি ইতালিতে প্রবেশ করার ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং এখানে এসে ২ বছর মেয়াদের এই  কোর্সটি করার পর যদি সেই প্রকারের কোন কাজ যোগাড় করে নিতে পারেন তাহলে আজীবনের জন্য থেকে যেতে পারবেন ইতালিতে। আইনটি গতকাল ইতালির শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রি Enrico Giovannini দ্বারা স্বাক্ষরিত হয়ে গতকালি অফিসিয়াল ভাবে প্রকাশ করে দেওয়া হয়।

যার মধ্যে পাঁচ হাজার কোটা সংরক্ষণ করে রাখা হয়েছে স্বীকৃতপ্রাপ্ত সংস্থামূলক প্রতিষ্ঠান গুলোর জন্য। যেখানে এই কোর্স ২ বছর মেয়াদ পর্যন্ত হতে পারে এবং কোর্স শেষে তাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে।

বাকি পাঁচ হাজার কোটা পুরো ইতালির বিভিন্ন এলাকা ও অঞ্চলভিত্তিক ভাগাভাগি করে দেওয়া হবে। এবং আইন অনুযায়ী এই কোর্স গুলো বিভিন্ন স্কুল,ভার্সিটি ও চেন্ত্রো পের লিমপিয়েগো নামক সংস্থা গুলোতে করা যাবে। যে যে এলাকায় এই পাঁচ হাজার কোটা দেওয়া হবেঃ REGIONE QUOTA
ABRUZZO 50
BASILICATA 30
CALABRIA 50
CAMPANIA 70
EMILIA ROMAGNA 800
FRIULI VENEZIA-GIULIA 400
LAZIO 300
LIGURIA 300
LOMBARDIA 800
MARCHE 300
MOLISE 30
PIEMONTE 400
PUGLIA 50
SARDEGNA 50
SICILIA 50
TOSCANA 400
UMBRIA 30
VALLE D’AOSTA 30
VENETO 800
Provincia Autonoma di BOLZANO 30
Provincia Autonoma di TRENTO 30
TOTALE 5.000

ভিসা পাওয়ার জন্য বিদেশী শিক্ষার্থী বা এই কোর্স করতে আগ্রহীদের ইতালীয় দূতাবাসে যোগাযোগ করতে হবে। দূতাবাস থেকে সম্পূর্ণ যাচাই বাচাই করে অনুমোদন দেওয়া হলেই ইতালি আসার ভিসা পাবে (উল্লেখ্য তাদেল স্টুডেন্ট হিসেবে ভিসা দেওয়া হবে)। একবার এখানে এসে ইতালির Permesso di soggiorno (Motive student) পাওয়ার পর এটিকে কনভার্ট করিয়ে কাজের উপযোগী Permesso di soggiorno (Motive work) করে নেওয়া যাবে, এবং তারা একসময় একজন নরমাল অন্য দশজন প্রবাসির মতো তার ওয়ার্ক পারমিট করিয়ে নিয়ে সাধারণ জীবন যাপন করতে পারবে আজীবনের জন্য। অফিসিয়াল তথ্য ও সুত্র এখানে রয়েছে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

২ thoughts on “এ বছরেও ইতালিতে ১০ হাজার বিদেশীকে কাজের প্রশিক্ষণ বাবদ ভিসা দেওয়া হবে।”
  1. Hello, i live in france, but i do noy have paper, what i have to do for being regular immigrant in italy. Let me inform me pls

    1. ভাই নোবেল আপাদত ইতালিতে লিগেল হওয়ার কোন ব্যবস্থা নেই। যতক্ষণ না ইতালির গভমেন্ত থেকে কোন গেজেট বেড় হয়। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *