টেকনিক্যাল প্রবলেম এর জন্য এখনো পর্যন্ত মেট্রো লাইন বন্ধ রয়েছে এবং আগামীকাল সকালের আগে আর খোলা হবে না। যদিও এক্সিডেন্ট এর পরের দিন মেট্রো এ লাইনের সার্ভিস নরমাল অবস্থায় চলে এসেছিলো সময় সকাল ৫:৩০ এর দিকে, বললেন ৬৪ বছরের মেট্রোচালক Claudio Cicala। আমি ৪২ বছর ধরে ATAC এর সাথে কাজ করছি কিন্তু এরকম এক্সিডেন্ট এর আগে কখনো দেখিনি। আমি একটি গ্যালারির বাঁকালাইন দিয়ে বেরোচ্ছিলাম অনেকটা অন্ধকার, যখনি Flaminio ষ্টেশন এর কাছা কাছি আসি তখনি দেখি একটি মেরু (শক্র রড জাতীও কিছু) দুই বিনারির মাঝখানে বাঁকা হয়ে পথের বাঁধা সৃষ্টি করছিলো। এবং অসম্ভব ছিল সেটাকে এরিয়ে যাওয়া। কাজেই আমি ইমারজেন্সি ব্রেক ব্যবহার করি কিন্তু তারপরেও সেটা এসে মেট্রোতে আঘাত করে এবং মেট্রোর সামনের গ্লাসে গিয়ে শেষ হয়। ঠিক মতো ব্রেক না চাপলে হয়তো ট্রেনের আরও বড় ধরণের ক্ষতি হতে পারতো। তার উপর সম্পূর্ণ ত্রেন ভর্তি মানুষ ছিল প্রায় ৬ হাজারের মতো। ভাগ্য ভালো ছিল যে প্রায় ষ্টেশনের কাছা কাছি এসে এই ঘটনা ঘটে। তবে ট্রেনের সবাই এই ঘটনায় মারাত্মক ঘাবরিয়ে যায়।
ইতালির রোমে মেট্রো এ লাইনে মারাত্মক এক্সিডেন্ট। এ নিয়ে যা বললেন!! মেট্রোচালক?
ইতালির রোমে বর্ণবাদীদের হামলা রুখে দাঁড়াতে বিক্ষোভ মিছিল
রোমে সরকারি একটি যাত্রীভর্তি বাসে আগুন দেখুন ভিডিওটি
শুরু হচ্ছে ৪ দিন ব্যাপি রোমের সবচেয়ে বড় বৈশাখী মেলা
ইতালীতে মোস্তফা ফিরোজ দিপু কে সংবর্ধনা
রোমের সান লরেনসো এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকায় এক বাঙ্গালীর ইন্টারনেট পয়েন্ট বন্ধের সম্মুক্ষে।
সতর্কবার্তা আগামীকাল ২৩ মার্চ ইতালিতে আবহাওয়া দপ্তর থেকে খারাপ আবহাওয়ায় বিশেষ বার্তা প্রদান