আজ সকালের দিকে ইতালির রোমের ভিয়ালে মারকনি একালায় একটি সরকারি যাত্রীবাহি বাসে আগুন লেগে যায়, আগুন লাগার খবর পাওয়া পর্যন্ত বাসটিতে যাত্রী দিয়ে ভর্তি ছিল, যাত্রীরা আগুনের খবর পেলে সাথে সাথে বাস থেকে নেমে যায়, এ ঘটনায় যাত্রীদের কেউ আহত বা নিহত হয়নি। তবে সবাই এ ঘটনায় ভয় ও অতঙ্কের মধ্যে ছিল। বাসটি প্রায় অনেকাংশে পুড়ে ছাই হয়ে যায়,পরে ঘটনা স্থলে ফায়ারসার্ভিসের লোক ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তারা বলেন ভাগ্য ভালো ছিল বিধায় কেউ আহত বা নিহত হয়নি কেননা এই ঘটনাই আরো বড় কিছু হলেও হতে পারত।
ভিডিওঃ
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]